Friday, November 14, 2025

বিহারে বাড়ছে বিষমদ, বেআইনি মদ রুখতে এবার সরকারের অস্ত্র ‘লঙ্কার গুঁড়ো’

Date:

রাজ্যে আইনত নিষিদ্ধ মদ। অথচ দিনে দিনে বিষমদ মাত্রাছাড়া হয়ে উঠেছে বিহারে(Bihar)। বেড়েছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতি সামাল দিতে ও বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালাতে ৭০০ বোতল লঙ্কার গুঁড়োর স্প্রে কিনল বিহার (Bihar) সরকার। বিহারের আবগারি দফতরের(Excise Department) তরফে জানা গিয়েছে, মদ উদ্ধার অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাঁদের যার জেরেই পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে এই চিলি স্প্রে(Chily Spree)।

মদ নিষিদ্ধকরণ বিভাগের যুগ্ম কমিশনার কৃষ্ণ পাসোয়ান এপ্রসঙ্গে বলেন, “বিহারে মদ নিষিদ্ধ, পুলিশের সঙ্গে যৌথভাবে আমাদের দফতর রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থাকে। ওই সময় আমদের উপর হামলা হয়। এবার থেকে প্রতিরোধ তৈরি করতে লঙ্কার গুঁড়োকে হাতিয়ার করব আমরা।” তাঁর যুক্তি, জঙ্গি দমন অভিযানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকে নিরাপত্তাবাহিনী। এর মাধ্যমে গুরুতর আঘাত ছাড়াই ভিড়কে শায়েস্তা করা সম্ভব। এবার সেই একই পন্থা ব্যবহার করা হবে বিহারে।

উল্লেখ্য, সাত বছর আগে ২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। এরপরেও সেখানে গত কয়েক বছরে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। পাশাপাশি নিষিদ্ধ মদের ঠেকে বারবার অভিযান চালিয়েছে বিহার সরকারের আবগারি এবং মদ নিষিদ্ধকরণ বিভাগ। সেই সময় আক্রান্ত হয়েছেন দফতরের একাধিক আধিকারিক। এরই পাল্টা এবার লঙ্কার গুঁড়োকে অস্ত্র করতে চলেছে আবগারি দফতর।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version