Friday, August 22, 2025

চোটের কারণে বিশ্বকাপে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলেন কিউয়ি অলরাউন্ডার ব্রেসওয়েল

Date:

আগামী অক্টোবর থেকে ভারতের মাটিতে বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর। সেই বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগেই নিউজিল্যান্ড শিবিরে নেমে এল জোড় ধাক্কা। চোটের কারণে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলেন কিউয়ি অলরাউন্ডার ব্রেসওয়েল। এই ব্যাটার এই মুহূর্তে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট উস্টারশায়ারের হয়ে খেলতে ব্যস্ত। সেই সময়ই তাঁর হাতের আঙুলে চোট লাগে। এবং তাঁকে দীর্ঘ ৮ মাস মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিশ্বকাপ ক্রিকেটের মহারণের আগেই ব্রেসওয়েলের নিউজিল্যান্ড দল থেকে ছিটিকে যাওয়া দলের কাছে অপূরণীয় ক্ষতি বলেই মনে করেছেন অনেকেই। কেননা এর আগে আইপিএল-এর আসরে নিউজিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসন হাঁটুতে চোট পান। সেই সময়ই জানা গিয়েছিল উইলিয়ামসনের বিশ্বকাপে খেলা অনিশ্চিত। তবে সব ঠিকঠাক থাকলে, এই ক্রিকেটার বিশ্বকাপে দলের খেলোয়াড় হিসেবে না গেলেও মেন্টর হিসেবে ভারতে আসতে পারেন। দলের কোচ স্টিভ উইলিয়ামসন কিন্তু আশাবাদী নন উইলিয়ামসনকে নিয়ে।

প্রসঙ্গত, ব্রেসওয়েলের চোট নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ব্রেসওয়েলের দল থেকে ছিটকে যাওয়াটা আমাদের কাছে বড় ধাক্কা বিশ্বকাপের আগে। ওঁর মতো দক্ষ ক্রিকেটার দলে থাকলে অনেকটাই শক্তি বৃদ্ধি পেত দলের। এরপরই কেন উইলিয়ামসন সম্পর্কে ওই কর্তা বলেন, উইলিয়ামসন মাঠে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু ওঁর সুস্থ হতেও সময় লাগবে।

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version