Saturday, August 23, 2025

ফের অগ্নি*গর্ভ মণিপুর! গ্রামে ঢুকে ৯ জনকে গু*লি করে মারল বিক্ষো*ভকারীরা

Date:

হিংসাবিধ্বস্ত মণিপুরে অশান্তি থামার নামই নেই। মঙ্গলবার মঙ্গলবার গভীর রাতে হামলা চালাল বিক্ষোভকারীরা।এর জেরে মৃত্যু হয়েছে মহিলা-সহ ৯ জনের। আহত ২৫ জনের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসরকারি সূত্রের দাবি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।


আরও পড়ুন:শিয়রে বি*পর্যয়! লক্ষ্মীবারেই ল্যান্ডফল
সোমবার রাতে একই এলাকায় গ্রামবাসী এবং বিক্ষোভকারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তাতে ৯ জন আহত হয়েছিলেন। তবে কারও প্রাণ যায়নি। তার পর ২৪ ঘণ্টা না কাটতেই সেই জায়গায় শুরু হয়ে গেল তাণ্ডব। মঙ্গলবারও নিরাপত্তাবাহিনীর সঙ্গে কুকি জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। জানা গিয়েছে, মেইতেই অধ্যুষিত এলাকার ধারেকাছেই বাঙ্কার তৈরির পরিকল্পনা ছিল কুকি জঙ্গিদের। তা করতে গিয়েই নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে জঙ্গিরা।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার মধ্যরাতে পূর্ব ইম্ফল এবং কাংপোকি জেলার সীমানায় অবস্থান করা খামেলোক এলাকায় আচমকাই তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা-সহ ৯ জনের। আহত হন বহু মানুষ। আহতদের ইম্ফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুকি-মেতেই সংঘর্ষে মণিপুর এখন অশান্ত, হিংস্র। সেখানকার ‘মেতেই’ সংখ‌্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কু‌কি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত‌্যাঘাতের জন্ম দিয়েছে। আর তাকে ঘিরেই রক্তাক্ত লড়াই, কারফিউ, পুলিশের গুলি- গত কয়েক সপ্তাহ ধরে যার সাক্ষী মণিপুর। সবমিলিয়ে পরিস্থিতি ঘোরালো।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version