Thursday, November 13, 2025

অলিম্পিক পদকজয়ী স্প্রিন্টারের মৃ*তদেহ বেডরুম থেকে কেন মিলল ১০ দিন পর?

Date:

রিও অলিম্পিকে ১০০ মিটারে ছিল রুপো, ২০০ মিটারে ব্রোঞ্জ, আর ১০০ মিটার রিলেতে অ্যাঙ্কর করেছিলেন তিনি। সেই সুবাদে মেয়েদের রিলেতে আমেরিকা অলিম্পিকে জিতেছিল সোনা। সাত বছর আগে সর্বোচ্চ পর্যায়ে তিনি যে সুনাম অর্জন করেছিলেন, তা এখনও ভোলেনি দেশবাসী। স্প্রিন্টারদের দুনিয়ায় দুরন্ত উত্থান হয়েছিল টরি বাওয়ির । সেই তিনিই হঠাৎ মারা গেলেন। ৩২ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। মেডিকেল রিপোর্ট যা-ই বলুক না কেন, বাওয়ির এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।
৩০ এর কোঠায় পা রাখার আগেই সাফল্যের শিখরে পৌঁছেছিলেন বাওয়ি। ঠাকুমার হাত ধরে মিসিসিপিতে আসা বাওয়ির। প্রথম প্রেম ছিল বাস্কেটবল। সেই সময়ই ট্র্যাকে পা রাখেন ছোট্ট বাওয়ি। তাঁর পরিশ্রম এবং তাগিদ দ্রুত সাফল্যের দিকে নিয়ে গিয়েছিল।যে কোনও অ্যাথলিটের স্বপ্ন থাকে অলিম্পিকে পদক পাওয়া। ১-২টো নয়, বাওয়ি তিন তিনটে পদক পেয়েছিলেন রিও অলিম্পিক থেকে।
প্রবল জনপ্রিয় এই কৃষ্ণাঙ্গ অ্যাথলিটের মৃত্যু ধীরে আমেরিকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন হঠাৎ মৃত্যু বাওয়ির? জানা গিয়েছে, তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। অটোপসি রিপোর্ট বলছে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়।যদিও বাওয়ির মৃত্যুতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
অবশ্য সরকারি মহল থেকে দাবি করা হয়েছে, এই জনপ্রিয় স্প্রিন্টারের মৃত্যু ঘিরে কোনও রহস্য নেই।সবচেয়ে দুর্ভাগ্যের হল, বাওয়ি যে মারা গিয়েছেন, তা বেশ কয়েক দিন পর জানা গিয়েছিল। কয়েকদিন তাঁকে দেখতে না পেয়ে অরেঞ্জ কাউন্টির বাড়িতে যান সরকারি আধিকারিকরা। তখনই দেখা যায় তাঁর মৃতদেহ পড়ে রয়েছে ঘরে। বলা হচ্ছে, তিনি ২৩ এপ্রিল মারা গিয়েছিলেন।প্রায় ১০ দিন পর তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় বেডরুম থেকে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version