Saturday, May 3, 2025

শুধু কেরিয়ার তৈরি করাই নয় সঙ্গে সঠিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার স্বপ্নকে সত্যি করে তুলতেই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের (George Telegraph Training Institute)তরফ থেকে আয়োজন করা হল ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৩’ (Placement Fair 2023) । ১৯২০ সাল থেকে আজ পর্যন্ত শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাচ্ছে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট (George Telegraph Training Institute)। এবার পড়ুয়াদের আগামিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইন্সটিটিউটের তরফ থেকে ১৪ এবং à§§à§« জুন এক প্লেসমেন্ট ফেয়ারের (Placement Fair 2023) আয়োজন করা হয়েছে। বুধবার প্রথমদিনেই উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শিয়ালদহ প্রধান প্রশিক্ষণ ক্যাম্পাসে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট ‘প্লেসমেন্ট ফেয়ার ২০২৩’-এর আয়োজন করেছে। এই মেলায় রিলায়েন্স জিও, ডাইকিন, আইএফবি, টাটা, টয়োটা, এলজি, হোন্ডা, স্যামসাং এবং উচ্চ খ্যাতিসম্পন্ন বিভিন্ন সংস্থার মতো ১০০ টিরও বেশি বিখ্যাত কোম্পানি অংশগ্রহণ করেছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া (Dibyendu Barua),অতিরিক্ত পুলিশ কমিশনার কল্যাণ মুখোপাধ্যায় (Kalyan Mukherjee)সহ অন্যান্যরা। তাঁরা বলেন, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট একটি প্রতিষ্ঠান যা ১০৩ বছর ধরে শিক্ষা ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। ভারতের শিক্ষা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে একটি বিশেষ উল্লেখযোগ্য নাম এই ইন্সটিটিউট। দেশের তরুণদের নতুন জীবিকার নতুন পথ দেখিয়েছে এই সংস্থা। পাশাপাশি তাঁরা আরও বলেন যে যেভাবে এই প্লেসমেন্ট ফেয়ার ঘিরে উন্মাদনা চোখে পড়েছে তা যথেষ্ট প্রশংসনীয়। এছাড়াও মেলায় প্রদত্ত নেটওয়ার্কিং সুযোগের উপর জোর দেওয়ার কথা বলেন সকলেই।

জর্জ টেলিগ্রাফ গ্রুপের MD সুব্রত দত্ত (Subrata Dutta)বলেন, “আমাদের জাতীয় লক্ষ্য হল, ‘সবার জন্য চাকরি’। প্রযুক্তিগত এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে ১০৩ বছরেরও বেশি সময় ধরে এই ইন্সটিটিউট উৎকর্ষতার সঙ্গে চাকরির সুযোগ করে দিয়েছে যোগ্যদের। আগামিতেও এই কাজ চলবে।” ডিরেক্টর অনিন্দ্য দত্ত বলেন , এই ইন্সটিটিউট একটি প্লেসমেন্ট ইকোসিস্টেম প্রতিষ্ঠা করতে চায় যা ভবিষ্যতে কোনও সীমানার বেড়াজালে আটকে থাকবে না।

 

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version