উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়ি কলোনি এলাকায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, কংগ্রেস ও সিপিএম প্রার্থীদের মিছিলে গুলি। বেশ কয়েকজন গুলিবিদ্ধ বলে দাবি।বাম-কংগ্রেসের দাবি, সন্ত্রাসের জেরে গতকাল পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়নই জমা দিতে পারেননি।

এদিন চোপড়ার লালবাজার থেকে একসঙ্গে মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। মনোনয়ন কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে গুলি চলে বলে অভিযোগ।গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে বলে দানা গিয়েছে।

গুলিবিদ্ধ এক ব্যক্তি জানিয়েছেন, সবাই দল বেধে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলাম।হঠাৎ একদল দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ল। ওরা মনোনয়ন জমা দিতে যেতে নিষেধ করেছিল। আমাকে গুলি করল। আমার ভাইয়ের ছেলেকেও গুলি করেছে। বড় বড় বন্দুক দিয়ে মারধরও করেছে।

তৃণমূলের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেছেন, বামেদের নিজেদের মধ্যে গোলমালের জেরেই গুলিচালনার ঘটনা ঘটেছে। তাঁর বক্তব্য, ওরা নিজেদের মধ্যেই মারামারি করেছে। আমার কাছে খবর আছে, গত কয়েক দিন ধরে ওরা মনোনয়ন জমা দেওয়ার লোক পায়নি। আজ শুনলাম তিন-চারশো লোক নিয়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা দিতে যাবেন। রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করেছে। সিমপ্যাথি পেতে বিরোধীরা নাটক করছে। পুরো ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে।
