Friday, January 9, 2026

পঞ্চায়েত রায়ের অংশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টে রাজ্য, কী বললেন বিচারপতি?

Date:

Share post:

এবার পঞ্চায়েতের রায়ের অংশ বিশেষ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশন কয়েকটি জেলাকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে। রায়ের এই অংশের পুনর্বিবেচনার আর্জি রাজ্যের। নির্বাচন কমিশন এখনও পরিস্থিতির মূল্যায়ন করেনি। আদালতে জানাল কমিশন। তাহলে গোটা রাজ্যের জন্য কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ কার্যকরী করে দেব? সেটা ভালো হবে। – কমিশনকে প্রশ্ন প্রধান বিচারপতির। সেইসঙ্গে বিচারপতির বলেন, চাইলে সুপ্রিমে যান।

এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের প্রশ্ন, রাজ্য নির্বাচন কমিশন কেন সময় নষ্ট করছে। হাইকোর্টের নির্দেশ থাকার পরেও কমিশন কেন দ্রুত পদক্ষেপ নিচ্ছে না৷প্রসঙ্গত, গত ১৩ জুনই পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যের একাধিক জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ সে দিন পঞ্চায়েত মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

প্রধান বিচারপতি বলেন, গতকালও কোথাও কোথাও অশান্তি হয়েছে। লাঠিচার্জ হয়েছে। এটা ঠিক না। কমিশনের ওপর মানুষ আস্থা হারাবে। আমরা নির্দেশটা বাস্তবায়নের জন্য দিয়েছি।যদি হাইকোর্টের রায় কমিশনের অপছন্দ হয়, সেক্ষেত্রে তারা উচ্চ আদালতে যেতে পারেন, সে কথাও উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। প্রয়োজনে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, রায়ে রাজ্যের সাত জেলাকে স্পর্শকাতর বলা হলেও ঠিক কোন কোন জেলা স্পর্শকাতর তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য নেই বলে জানায় রাজ্য৷ কমিশনের আইনজীবী বলেন, স্পর্শকাতর এলাকার প্রশ্নে এখনও নির্দিষ্ট ভাবে মূল্যায়ণ করেনি কমিশন। তাই কমিশন এই তথ্য আদালতকে জানিয়েছে৷কেন্দ্রীয় বাহিনীর প্রশ্নেও আদালতকে নতুন তথ্য জানায় রাজ্য৷ রাজ্যের তরফে আদালতে জানানো হয়, অতিরিক্ত বাহিনীর জন্য ৮টি রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ৷ সেক্ষেত্রে, এই অবস্থায় রাজ্যের হাতে বাহিনি পর্যাপ্ত থাকলে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনীয়তা নেই বলেই দাবি করা হয় রাজ্যের তরফে৷

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...