Friday, December 12, 2025

সিনেমা হলে ‘আদিপুরুষ’ দেখল হনুমান! কাকতালীয় না অন্য কিছু..

Date:

Share post:

মুক্তিতেই কি মুখ থুবড়ে পড়ল ওম রাউত (Om Raut)পরিচালিত ‘ আদিপুরুষ’ (Adipurush)? শুক্রবার রিলিজের আগে যে উন্মাদনা ছিল, সন্ধ্যার পর সেই ঝলক আর চোখে পড়ল না। কেউ বলছেন, পরিচালকের রামায়ণ পড়া উচিৎ আবার কেউ বলছেন বাল্মীকির সম্মানে আঘাত দেবে এই ছবি। কেউ কেউ আবার VFX দেখে মুগ্ধ। কিন্তু সিনেমার অভিনেতারা নন বরং স্ক্রিনিং-এ নজর কাড়ল স্বয়ং হনুমান (Monkey)। সিনেমাহলের একটি আসন হনুমানের জন্য বরাদ্দ রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। কারণ হিসাবে বলা হয়েছিল, রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত মানা হয় হনুমানকে। তাই তার জন্য একটি বিশেষ আসন থাকবে। এবার খোদ হনুমানের আগমন প্রেক্ষাগৃহে? ছবির স্ক্রিনিং-এর সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। আর সেখানেই দর্শকের নজরে এল হনুমান।

বিতর্ক মাথায় নিয়েই ১৬ জুন দেশ জুড়ে মুক্তি পেয়েছে প্রভাস (Prabhash), কৃতি (Kriti Sanon), সইফ অভিনীত বিগ বাজেট মুভি ‘আদিপুরুষ’। হলে একটি আসন হনুমানের জন্য বরাদ্দ করার নিয়ম মানা হয়েছিল সর্বত্র। নির্মাতাদের ঘোষণা ও বিশ্বাসকে সম্মান দিয়ে সত্য়িই বজরংবলি এসে আদিপুরুষ দেখবেন, এমনটা কেউ কখনও আশা করেছেন বলে মনে হয়না। কিন্তু সেটাই বাস্তবে ঘটল। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা গেল, মাল্টিপ্লেক্সে দেখানো হচ্ছে আদিপুরুষ। আর সেখানেই ঢুকে পড়েছে এক বানর (কেউ কেউ বলছেন হনুমান)। স্ক্রিনে তখন রাম রূপে ধরা দিয়েছেন প্রভাস। আর সেই বানরের চোখ পর্দার দিকে। মুহূর্তে ফ্রেমবন্দি সেই ভিডিও রীতিমতো ভাইরাল। কেউ বলছেন বিশ্বাসের জয়, কেউ বলছেন পুরো বিষয়টাই নাকি পূর্ব পরিকল্পিত। যদিও সিনেমার রিপোর্ট খুব একটা ভাল নয়।

 

spot_img

Related articles

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...