Thursday, December 25, 2025

ফুটবলের পর ক্রিকেটেও চমক মোহনবাগানের, পি সেন ট্রফির জন‍্য রিঙ্কুকে প্রস্তাব বাগানের

Date:

Share post:

২০২৩ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কেড়েছেন। আইপিএল-এ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন রিঙ্কু সিং। কেকেআর প্লে অফে উঠতে না পারলেও, এখনও সেই ইনিংসে মজে রয়েছেন ত্রিকেটপ্রেমীরা। আইপিএল শেষ হওয়ার পর এখন বেশ কিছুটা সময় ছুটি কাটাচ্ছেন কেকেআর তারকা। আর এর মাঝেই পি সেন ট্রফিতে খেলার প্রস্তাব পেয়ে গেলেন তিনি।

রবিবার থেকে শুরু হচ্ছে পি সেন ট্রফি। নাইট রাইডার্সের দলগত পারফরম্যান্সের নিরিখে সবচেয়ে উজ্বল রিঙ্কু সিং। আর সূত্রের খবর, রিঙ্কুকে দলে পেতে ঝাঁপিয়েছে মোহনবাগান এবং তপন মেমোরিয়াল। কিন্তু লোভনীয় প্রস্তাব থাকলেও উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার দুই দলকেই ফিরিয়ে দিয়েছেন। এমনটাই সূত্রের খবর।

তবে শুধু রিঙ্কু নন তিন বছর পরে শুরু হতে চলা পি সেন ট্রফিতে আইপিএলের বেশ কয়েকজন ক্রিকেটারদের দেখা যাবে। রিঙ্কু না খেললেও ভবানীপুরের হয়ে খেলতে দেখা যাবে রীতেশ শর্মা, ঋষি ধাওয়ানকে। মোহনবাগানের হয়ে খেলবেন অভিষেক শর্মা। এর আগে এই পি সেন ট্রফি খেলে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, এমনকি সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটাররা।

দীর্ঘদিন পরে পি সেন ট্রফি শুরু হতে চলেছে। দশ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৮জুন থেকে। পি সেন ট্রফি শুরু করার কথা, জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। ২০১৭ সালের পর বন্ধ হয়ে গিয়েছিল পি সেন ট্রফি। মাঝে করোনা অতিমারি জন‍্য পি সেন ট্রফির আয়োজনের ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছিল। এ বছর যদিও সিএবি প্রথম থেকে পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগ নেয়। তার ফলেই জুন মাসের তৃতীয় সপ্তাহে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

দশ দলকে নিয়ে পি সেন ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিএবি। স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, “পি সেন খুবই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। দেশের সেরা ক্রিকেটাররা এক সময় এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন। তাই এই প্রতিযোগিতাটি শুরু করার প্রয়োজন ছিল। নক আউট এই টুর্নামেন্টের ফাইনাল হবে ইডেনে।”

আরও পড়ুন:দলবদলে সেরা চমক, জেভিয়ার সিভেরিও ও সোল ক্রেসপোকে সই করাল লাল-হলুদ


 

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...