Thursday, August 28, 2025

কেন্দ্রের ব.ঞ্চনাকে হাতি.য়ার করেই পঞ্চায়েতে প্রচার তৃণমূলের, আজ কালীঘাটে নির্বাচনী বৈঠক

Date:

কোচবিহার টু কাকদ্বীপ, ৫১দিনব্যাপী তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সমাপন হয়েছে। কাকদ্বীপে সমাপন মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) বুঝিয়ে দিয়েছেন বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল। গ্রামবাংলার মানুষকে সঙ্গে নিয়ে বাম-রামের সমস্ত কুৎসা, অপপ্রচার, চক্রান্তের জবাব দেওয়া হবে পঞ্চায়েত ভোটে। বিরোধীদের জামানত জব্দ করার শপথ নিয়ে এবার পঞ্চায়েতের ময়দানে ঝাঁপানোর বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।সেই আবহে দাঁড়িয়ে আজ, শনিবার পঞ্চায়েত ভোটের আগে কালীঘাটে দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। এই বৈঠক মূলত দলের নির্বাচনী কমিটির। বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। শীর্ষ নেতৃত্বের পাশাপাশি থাকবেন বেশ কিছু সাংসদ এবং বিধায়কও। বিকেল চারটের সময় হবে এই বৈঠক।

তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে প্রচার, দলীয় কৌশল নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে৷ একই সঙ্গে বার্তা দেওয়া হবে দলের কর্মীদের। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য একাধিক নেতাকে বিশেষ দায়িত্ব দিয়ে জেলায় জেলায় পাঠানো হয়েছে৷

রাজ্যজুড়ে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও মোটের উপর শান্তিতেই মিটেছে মনোনয়ন জমার পর্ব। এবার পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে করতে চায় শাসক দল। তাই বিরোধীদের প্ররোচনায় কোনওভাবেই পা দেওয়া যাবে না বলে আগেই দলের তরফে বার্তা দিয়েছে তৃণমূল। এদিনের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক।

এবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেই ভোটে যাবে তৃণমূল কংগ্রেস, তা একপ্রকার স্পষ্ট। বিশেষ করে অভিষেক বন্দোপাধ্যায় তাঁঁর জনসংযোগ কর্মসূচির বিভিন্ন সভায় এই বিষয়ের উল্লেখ করেছেন৷ গ্রামে মানুষের সঙ্গে কথা বলতে গিয়েও কেন্দ্র একশো দিনের টাকা আটকে রেখেছেন বলে উল্লেখ করেছেন অভিষেক৷ এবার এই কেন্দ্রীয় বঞ্চনাকে গ্রামে গ্রামে আগামী কয়েকদিন প্রচারে ব্যবহার করতে চায় শাসক দল। এর পাশাপাশি প্রার্থী হিসেবে টিকিট না পেয়েও দলের অনেকে নির্দল হিসেবে ভোটে লড়াই করছেন। বেশ কিছু জায়গায় তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে, তা নিয়েও দলের কৌশল কী হবে তা আজ আলোচনায় উঠে আসতে পারে। আগামী ২৪ বা ২৫ তারিখ থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে সভা করতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়।

 

Related articles

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...
Exit mobile version