রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল। রাজীব সিন্হাকে রাজভবনে তলব সি ভি আনন্দ বোসের। গতকাল পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড় পরিদর্শনে যান রাজ্যপাল। হিংসা রুখতে কড়া পদক্ষেপে বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। শনিবার দুপুর ২টোয় রাজভবনে তাঁকে ডেকে পাঠিয়েছেন সি ভি আনন্দ বোস। ভোট পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশকে কেন্দ্র করে আইএসএফ-এর সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে ভাঙড়ে। বিরোধী দলগুলির অভিযোগ, কমিশন ‘নিষ্ক্রিয়’ ভূমিকা পালন করছে। এই আবহেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনারের।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে কলকাতা হাই কোর্টের যে নির্দেশ, তাকে চ্যালেঞ্জ করে শনিবারই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। শনিবার শীর্ষ আদালত বন্ধ থাকায় ‘ই-ফাইলিং’এর মাধ্যমে আবেদন জানানো হয়েছে।
