Sunday, May 11, 2025

ভোট মিটলেই বকেয়া আদায়ে দিল্লি গিয়ে আ.ন্দোলন, বৈঠকে সিদ্ধান্ত তৃণমূলের

Date:

Share post:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গিয়ে বার বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee) জানিয়েছিলেন বাংলার বকেয়া কেন্দ্র আটকে রাখতে পারবে না। দিল্লির(Delhi) বুক থেকে প্রাপ্য টাকা ছিনিয়ে আনবেন তিনি। যাদের টাকা কেন্দ্র আটকে রেখেছে প্রয়োজনে তাদের দিল্লি নিয়ে গিয়ে বৃহত্তর আন্দোলন হবে। কালীঘাটে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনকে অনুমোদন করল তৃণমূল কংগ্রেস। বৈঠক শেষে দলের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election) শেষ হলে বকেয়া আদায়ে দিল্লি গিয়ে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল(TMC)।

বৈঠক শেষে এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “নবজোয়ার কর্মসূচিতে গিয়ে একটি অভিজ্ঞতা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেশিরভাগ মানুষ ভাবেন ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেয়। কিন্তু অভিষেক বারবার বলেছেন এই প্রকল্পের একটা পার্সেন্টেজ কেন্দ্র দেয় বাকিটা রাজ্য দেয়। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার এই যে টাকা পাচ্ছে না মানুষ। এই বকেয়া টাকা আদায়ে আমরা বৃহত্তর আন্দলনে নামব। পঞ্চায়েত নির্বাচন শেষ হলে ১০ লক্ষ মানুষকে দিল্লি নিয়ে গিয়ে আমাদের আন্দোলন জারি থাকবে।” অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে প্রচারেও বাংলার প্রাপ্য টাকা আদায়ে আন্দোলনের রাশ বেধে দিল তৃণমূল।

শুধু তাই নয়, এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়েও স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। সাংবাদিক বৈঠক থেকে এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “কেন্দ্রীয় বাহিনী থাক বা না থাক তৃণমূলের কিছু যায় আসে না। ২০১১ সালে কেন্দ্রীয় বাহিনী ছিল, ২০১৩ সালেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে। ২০১৬ বিধানসভা, ২০১৯ লোকসভা, ২০২১ বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে, আর প্রতিবার বিপুল জনসমর্থন পেয়েছে তৃণমূল। সুতরাং কেন্দ্রীয় বাহিনীতে কিছু যায় আসে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করবেন। ফলে কেন্দ্রীয় বাহিনী এলো কি না এলো তাতে আমাদের কিছু যায় আসে না।”

আরও পড়ুন- আমরা রাজ্যপালকে সম্মান করি, কিন্তু এক্তিয়ারের বাইরে যাচ্ছেন, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের

spot_img

Related articles

জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ দুপুরে বৈঠকে মুখ্যসচিব: সূত্র

সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি (Ceasefire) কার্যকরী হলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার বাংলার জেলায় জেলায় নিরাপত্তা...

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...