Sunday, May 4, 2025

মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার এক পঞ্চায়েত প্রার্থী। আব্দুল মান্নান নামে ধৃত সুজাপুরের বালুপুর এলাকার বাসিন্দা।গত পঞ্চায়েত বোর্ডের সদস্যও তিনি। দিনকয়েক আগেই তিনি দলবদল করে যোগ দেন কংগ্রেসে। এবারও সুজাপুর গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন ধৃত আব্দুল মান্নান।

কংগ্রেসের টিকিটে তিনি সুজাপুর পঞ্চায়েতে প্রার্থী হয়েছেন বলে দাবি তৃণমূলের। যদিও কংগ্রেসের দাবি, তাকে দলের টিকিট দেওয়া হয়নি। গতকাল খুনের ঘটনায় ছজনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী জীবু বিবি। ঘটনায় অন্যতম অভিযুক্ত আব্দুল মান্নানকে কালিয়াচকের চামাগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মালদা আদালতে তোলা হয়। ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন দলবদল করেন। শনিবার দুপুরে মসজিদে নমাজ পরতে গিয়েছিলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিবু বিবির স্বামী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোস্তাফা শেখ। ওই সময়ে মসজিদের কাছে স্থানীয় একটি দোকানে দলের পতাকা লাগানো নিয়ে তাঁর  সঙ্গে আসানউল হক, আবদুল মান্নান-সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর বচসা বাধে। বচসা চরমে উঠলে ভারী কোনও বস্তু দিয়ে মোস্তফা শেখকে আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়ার পড়ে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করতে থাকেন কংগ্রেস কর্মীরা। রক্তাক্ত অবস্থায় মোস্তফাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version