Sunday, May 4, 2025

করোনা কাল হোক বা বিপর্যয় সব ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিয়েছে ডায়মন্ড হারবার- তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। আগামী দিনে এক নম্বর হবে ডায়মন্ড হারবার আশা এলাকার সংসদের। রবিবার ফলতার বিডিও অফিসের মাঠে “নিঃশব্দ বিপ্লব” এর মঞ্চ থেকে ৪০০ পাতার পুস্তিকা প্রকাশ করলেন। কথা দিয়ে কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে গত ৯ বছরের কাজের হিসেব দিলেন আমজনতার কাছে। একইসঙ্গে উপস্থিত জনতাকে শপথ করিয়ে নিলেন, আগামী দিনে ডায়মন্ড হারবার এক নম্বর হবে।

২০১৯-এ ১৮ জুন শপথ নিয়েছিলেন তিনি। সেই দিনের কথা মনে রেখেই এই দিনে কাজের খতিয়ান প্রকাশ করেন তিনি। জানান, মাঝে কোভিড ও ভোটের কারণে বাদ দিয়ে প্রতিবছরই কাজের খতিয়ান প্রকাশ করেছেন তিনি। তারপরেই কেন্দ্রের মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, আমি ৪০০ পাতার পুস্তিকা প্রকাশ করেছি। তাঁর কথায়, ২০১৪ সালের প্রথম বার যখন আমি ডায়মন্ডহারবারে দাঁড়িয়েছিলাম তখন আমি ৭১ হাজার ২৯২ ভোটে জয়ী হয়েছিলাম। কিন্তু ২০১৯ সালে আমার কেন্দ্রে প্রধানমন্ত্রী এসে প্রচার করে বলে গিয়েছিলেন “ডব্বা গুল হো জায়েগা”। কিন্তু আপনারা আমাকে ৩ লক্ষ ২২ হাজার ভোট জয়ী করেছিলেন। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে আপনারা আমাকে সর্বাধিক ভোট পেতে সাহায্য করেছিলেন।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে পঞ্চায়েতের ফল আরও ভালো হবে। অভিষেকের কথায়, ২০২১-এ তৃণমূলের থেকে বিরোধীদের যে ব্যবধান ছিল তা ২০২৩-এ বাড়বে, ২৩-এর থেকে ২৪-এ আরও বাড়বে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আগামী লোকসভা নির্বাচনে আমাকে আপনারা ৪ লক্ষের বেশি ভোটে জয়ী করুন। প্রকাশিত পুস্তিকায় তাঁর সাংসদ তহবিলের ৫ কোটি টাকা সহ ব্যক্তিগত উদ্যোগে ও রাজ্যসরকারের সহযোগিতায় হওয়া কাজের হিসেব দেওয়া রয়েছে।

এদিনের অনুষ্ঠানে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সবস্তরের জনপ্রতিনিধি ও দলের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের জের, পিছিয়ে গেলো পুলিশের পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version