Monday, August 25, 2025

‘শূন্য’র ধুতি-পাঞ্জাবিতে সেজে ‘মডেল’ বিচারপতি গঙ্গোপাধ্যায়! তীব্র ক.টাক্ষ তৃণমূলের

Date:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়- বারবার তাঁকে ঘিরে বিতর্ক। শাসকদল অনেকবারই তাঁকে নিশানা করেছে। তবে, এবার ‘মডেলিং’ করে সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল ফেলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ধুতি-পাঞ্জাবি পরে একেবার বাঙালি সাজে অবতীর্ণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তবে, এই নিয়ে প্রবল কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

বুটিক ‘শূন্য’-এর বিজ্ঞাপনে দেখা যায় ধুতি-পাঞ্জাবিতে সেজে হাজির বিচারপতি গঙ্গোপাধ্যায়। অফহোয়াট ডিজাইনার পঞ্জাবির সঙ্গে লাল পেড়ে অফ হোয়াইট ধুতি। কাঁধে কাজ করা চাদর। সোনালি ফ্রেমের চশমা চোখে কোঁচা হাতে পোজ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিভিন্ন সময় তাঁর রায় নিয়ে চর্চা হয়েছে। এজলাসে বসে তাঁর মন্তব্য নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছে শাসকদল। সাম্প্রতিক ঘটনা নিয়ে নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়া নিয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই সময় বিচারপতি একটি রায়ের উল্লেখ করে তাঁর কাজের সমর্থনে যুক্তি দেন। এবার তাঁর বিজ্ঞাপনী মডেল হওয়া বিষয় নিয়ে সেই কথা উল্লেখ করেন তীব্র কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন,
“বেঙ্গালুরু প্রোটোকলে আছে বিচারপতি তার বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না। কিন্তু বিচারপতি যে ময়ূরপুচ্ছ ধুতি-পাঞ্জাবী-শাল গায়ে জড়িয়ে মডেল হতে পারবেন না এটা নিশ্চিতভাবেই সেই প্রোটোকলে বলা নেই। সম্ভবত ওই প্রোটোকল যারা তৈরি করেছিলেন তারাও কোনোদিন ভাবতে পারেন নি যে কোনো বিচারপতি শেষে বিজ্ঞাপনের মডেল হবেন । বিশেষ দ্রষ্টব্য:- যে ব্রাণ্ডটির বিজ্ঞাপন করেছেন, সেই বুটিকটির নামও শূন্য। কি কিউট, তাই না”।

শুধু বিজ্ঞাপনী মডেলই নয়, শূন্য নিয়েও তীব্র খোঁচা দেয় তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও এই বিষয় নিয়ে টিপ্পনি করেন। বরাবরা বাম ভাবপন্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি টুইটে লেখেন, ”অপূর্ব। বিচারপতিরা আর কী কী করেন দেখি। জলি এল এল বির বিচারক সৌরভ শুক্লা যেন মেয়ের জন্য কোন ব্র্যান্ড খুঁজছিলেন…শূন্য শব্দটিও ভাল। শূন্যদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর…. কারা যেন শূন্য??”

একধাপ এগিয়ে তৃণমূলের আইটি সেলে ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বিজ্ঞাপনটি পোস্ট করে লেখেন, ”Rupa frontline এর বিজ্ঞাপনেও দেখতে চাই…।”

তবে, শুধু রাজনৈতিক নেতারাই নন। এই নিয়ে মন্তব্য করেছেন নেটিজেনরাও। প্রশংসার পাশাপাশি সবারই প্রশ্ন, একজন বিচারপতি কি এই বিজ্ঞাপনী মডেল হতে পারেন! তবে, এর শোরগোলের মধ্যে ‘শূন্য’ বুটিকের তরফে দাবি করা হয়েছে, এটা কোনও বিজ্ঞাপনী প্রচার নয়। অন্য ক্রেতাদের মতোই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের কালেকশন থেকে এই সেটটি কিনেছিলেন। তিনি নিজেই এটি পরার পর শূন্য-এর সৃষ্টির প্রশংসা করেন এবং এই ছবিটি পাঠান। তাঁর অনুমতি নিয়েই তারা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আরও পড়ুন- ৩০ মিনিটে ১২ কেজির সিঙ্গাড়া খেলেই নগদ ৭১ হাজারের জ্যাকপট, কোথায় পাবেন? জানুন

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version