Wednesday, November 12, 2025

অল্পের জন্য বড় দু.র্ঘটনা এড়াল নীলাচল এক্সপ্রেস! ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

Date:

ফের বড়সড় প্রশ্নের মুখে ভারতীয় রেলের (Indian Rail) নিরাপত্তা ব্যবস্থা (Security)। এবার বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল পুরী থেকে দিল্লির আনন্দবিহারগামী নীলাচল এক্সপ্রেস (Nilachal Express)। শনিবার বিকেল ৫টা নাগাদ রায়বরেলী জংশন ছাড়ার পর বিকেল ৫টা নাগাদ নিগোহা স্টেশনের কাছে পৌঁছয় ট্রেনটি। আর তারপরই ঘটে যায় অঘটন।

শনিবার বিকেলে লখনৌয়ের নিগোহান স্টেশন দিয়ে নীলাচল এক্সপ্রেস স্টেশন থেকে ছাড়ার পরই দেখা যায় ট্রেনের লাইন বেঁকে গিয়েছে। লাইনের রক্ষণাবেক্ষণের অভাবেই এই অঘটন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ট্রেনটি ছাড়ার আগে এমন হলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আচমকা কেন এই সমস্যা? জানা গিয়েছে, রায়বরেলী থেকে পাঁচটি স্টেশন পরে এই নিগোহা স্টেশন। কিন্তু ট্রেনটি এখানে থামে না। তবে এদিন মেন লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে নীলাচল এক্সপ্রেসটিকে লুপ লাইন দিয়ে পাস করানোর জন্য সিগন্যাল দেওয়া হয়েছিল। আর ট্রেনটি নিগোহা স্টেশনের কাছে লুপ লাইন দিয়ে যাওয়ার সময় চালক জোর একটা ঝাঁকুনি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটিকে থামিয়ে দেন। এরপরই তড়িঘড়ি কন্ট্রোল রুম এবং রেলের ইঞ্জিনিয়ার বিভাগে খবর দেন। পরে ট্রেনটি লখনউ স্টেশনে পৌঁছলে অভিযোগ দায়েরের পাশাপাশি বিষয়টি রেলের শীর্ষ আধিকারিকদেরও জানান তিনি।

এদিকে বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন যে লুপ লাইন দিয়ে নীলাচল এক্সপ্রেসকে পাস করানো হচ্ছিল, সেখানেই এক জায়গায় রেললাইন বেঁকে সরে গিয়েছে। এরপরই রেললাইনটিকে দ্রুত সারানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে লখনউয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। রেল বিশেষজ্ঞরা জানিয়েছেন, রেললাইন ঠিকমতো মেরামত না করার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে এদিন চালক সময় মতো বিষয়টি উপলব্ধি করে ট্রেনটি থামিয়ে দেওয়ায় বহু প্রাণ বাঁচে।

 

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version