ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারায় ইগর স্টিমাচের দল। ভারতের হয়ে দুই গোল করেন সুনীল ছেত্রী এবং ছাংতে। তবে কাপ জিতলেও, প্রথমার্ধে একেবারেই নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারেনি ভারতীয় দল। আর সেই কারণেই নাকি বিরতিতে কোচ ইগর স্টিমাচের কাছে বকা খান সুনীলরা। আর তারপরই নাকি খেলায় ফিরে আসে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে এমনটাই জানালেন অধিনায়ক সুনীল ছেত্রী।

সুনীল বলেন,” কোচের কাছ থেকে আমাদের সবাইকে কড়া বকুনি খেতে হয়েছে। আগের ম্যাচে যা খেলেছিলাম, প্রথমার্ধে তার ধারেকাছেও যেতে পারিনি আমরা। তাই কোচের বকুনি আমাদের সবাইকে চাঙ্গা করে তোলে। অনেক কথাই বলেছেন উনি। কিছু কথা তো এখানে বলাও যাবে না। কিন্তু আমরা জানতাম অনেক ভাল খেলতে পারি। দিনের শেষে সেই বকুনি খাওয়ার জন্যে কোনও আক্ষেপ নেই। জিততে পেরেছি এটাই বড় কথা।”

এদিকে করমণ্ডল এক্সপ্রেস দু.র্ঘটনায় মৃ.তদের পরিবারের পাশে দাঁড়ালেন সুনীল ছেত্রীরা। ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির ত্রাণ এবং পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তার থেকে ২০ লক্ষ টাকা বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সাহায্যার্থে দান করার কথা জানিয়েছেন সুনীলরা।

এই নিয়ে ভারতীয় দলের পক্ষে সোশ্যাল মিডিয়ায় জানান হয়, জয়ের জন্য আমাদের দলকে নগদ পুরস্কার দেওয়ায় ওড়িশা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। ঘোষণার পর সাজঘরে সকলে মিলে ২০ লাখ টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। জুনের শুরুতে ওড়িশায় দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ত্রাণ এবং পুনর্বাসনের কাজের জন্য এই অর্থ দান করছি আমরা। কোনও সাহায্যই হয়তো ক্ষতিপূরণ করতে পারবে না। আশা করব ক্ষতিগ্রস্ত পরিবার গুলি কঠিন সময়ের মোকাবিলা করে উঠে দাঁড়াবে। আমাদের ছোট সাহায্য সেই প্রচেষ্টায় সামান্য ভূমিকা পালন করতে পারে।”
View this post on Instagram
আরও পড়ুন:বিসিসিআই এবং নির্বাচকদের একহাত নিলেন বেঙ্গসরকার, বলেন, বোর্ড কাউকেই তৈরি করেনি
