Thursday, August 21, 2025

বালেশ্বরে ট্রেন দু.র্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ভারতীয় দল

Date:

Share post:

ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারায় ইগর স্টিমাচের দল। ভারতের হয়ে দুই গোল করেন সুনীল ছেত্রী এবং ছাংতে।  তবে কাপ জিতলেও, প্রথমার্ধে একেবারেই নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারেনি ভারতীয় দল। আর সেই কারণেই নাকি বিরতিতে কোচ ইগর স্টিমাচের কাছে বকা খান সুনীলরা। আর তারপরই নাকি খেলায় ফিরে আসে টিম ইন্ডিয়া। ম‍্যাচ শেষে এমনটাই জানালেন অধিনায়ক সুনীল ছেত্রী।

সুনীল বলেন,” কোচের কাছ থেকে আমাদের সবাইকে কড়া বকুনি খেতে হয়েছে। আগের ম্যাচে যা খেলেছিলাম, প্রথমার্ধে তার ধারেকাছেও যেতে পারিনি আমরা। তাই কোচের বকুনি আমাদের সবাইকে চাঙ্গা করে তোলে। অনেক কথাই বলেছেন উনি। কিছু কথা তো এখানে বলাও যাবে না। কিন্তু আমরা জানতাম অনেক ভাল খেলতে পারি। দিনের শেষে সেই বকুনি খাওয়ার জন্যে কোনও আক্ষেপ নেই। জিততে পেরেছি এটাই বড় কথা।”

এদিকে করমণ্ডল এক্সপ্রেস দু.র্ঘটনায় মৃ.তদের পরিবারের পাশে দাঁড়ালেন সুনীল ছেত্রীরা। ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির ত্রাণ এবং পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তার থেকে ২০ লক্ষ টাকা বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সাহায্যার্থে দান করার কথা জানিয়েছেন সুনীলরা।

এই নিয়ে ভারতীয় দলের পক্ষে সোশ্যাল মিডিয়ায় জানান হয়, জয়ের জন্য আমাদের দলকে নগদ পুরস্কার দেওয়ায় ওড়িশা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। ঘোষণার পর সাজঘরে সকলে মিলে ২০ লাখ টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। জুনের শুরুতে ওড়িশায় দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ত্রাণ এবং পুনর্বাসনের কাজের জন্য এই অর্থ দান করছি আমরা। কোনও সাহায্যই হয়তো ক্ষতিপূরণ করতে পারবে না। আশা করব ক্ষতিগ্রস্ত পরিবার গুলি কঠিন সময়ের মোকাবিলা করে উঠে দাঁড়াবে। আমাদের ছোট সাহায্য সেই প্রচেষ্টায় সামান্য ভূমিকা পালন করতে পারে।”

আরও পড়ুন:বিসিসিআই এবং নির্বাচকদের একহাত নিলেন বেঙ্গসরকার, বলেন, বোর্ড কাউকেই তৈরি করেনি

 

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...