লাল-হলুদে যোগ দিয়ে কী বললেন খাবরা-মন্দাররা

লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত মন্দার রাও দেশাই। তিনি বলেন, খুব ভালো লাগছে। আমার কাছে নতুন চ‍্যালেঞ্জ। কোচ কার্লোস কুয়াদ্রাত দারুণ মানুষ।

আসন্ন মরশুমের জন‍্য শক্তিশালী দল গড়ছে ইস্টবেঙ্গল এফসি। এদিন তিন ফুটবলারক‍ে সই করায় লাল-হলুদ ক্লাব। ইস্টবেঙ্গলে সই করেন হারমনজোত সিং খাবরা, মন্দার রাও দেশাই ও এডউইন ভেনসপাল। এই তিন ফুটবলার দলে আসায় উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

ফ্রি ট্রান্সফারে একবছরের চুক্তিতে লাল হলুদে সই খাবরার। ঘরের ছেলে খাবরা ফিরছেন। দীর্ঘ সাত বছর পর ইস্টবেঙ্গলে ফেরত এলেন তিনি। প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক দুটি ফেডারেশন কাপ, একটি আইএফএ শিল্ড, একটি ইন্ডিয়ান সুপার জিতেছেন। ইস্টবেঙ্গলের হয়ে টানা সাতটি সিএফএল জিতেছেন খাবরা। লাল-হলুদে ফিরে উৎসাহিত তিনি।

এই নিয়ে খাবরা বলেন,” ঘরে ফিরে আসা নিয়ে আমি অত্যন্ত উৎসাহিত। ক্লাব আমাকে অনেককিছু দিয়েছে এবং আবারও আমি সুযোগ পেয়েছি সেই সমস্ত কিছু ফিরে পাওয়ার। আমি আমাদের সমর্থকদের সামনে নিজের ১০০% দিতে প্রস্তুত। বিশেষত আমি ডার্বি ম্যাচের জন্য অপেক্ষায় রয়েছি। কোচ কার্লোসের সঙ্গেও আরও একবার কাজ করার জন্যে আমি খুব উচ্ছ্বসিত। আমার ভালো খেলোয়াড় হয়ে ওঠার পিছনে তাঁর অনেক বড় অবদান রয়েছে।”

লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত মন্দার রাও দেশাই। তিনি বলেন, খুব ভালো লাগছে। আমার কাছে নতুন চ‍্যালেঞ্জ। কোচ কার্লোস কুয়াদ্রাত দারুণ মানুষ। আমি গর্বিত ওনার অধীনে খেলব। আমি ভীষণভাবে অপেক্ষা করছি লাল-হলুদ জার্সি পড়ে খেলার জন‍্য।”

এদিকে লাল-হলুদে যোগ দিয়ে ভেনসপাল বলেন,”আমরা জানি এই ক্লাবটার ঐতিহ্যের কথা। এই ক্লাবের সমর্থকরা অসাধারণ। এই ক্লাবের অংশ হতে পেরে গর্বিত। কুয়াদ্রাতের অধিনে খেলতে মুখিয়ে।

আরও পড়ুন:দলবদলে চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে সই খাবরা-মন্দার-ভেনসপালের