Tuesday, November 4, 2025

সিনেমা মুক্তির পর থেকেই বিতর্ক চরমে উঠেছে। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমায় আসলে রামায়ণের বিকৃতি ঘটানো হয়েছে বলে চারিদিকে জোরালো প্রশ্ন উঠছে। সিনেমার দৃশ্যায়ন থেকে ডায়লগ সবকিছুতেই হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থের প্রচলিত আখ্যানকে অপমান করা হয়েছে বলে সরব সোশ্যাল মিডিয়া (Social Media) একে সাধারণ মানুষ। এর আগেই সিনেমার দৃশ্য আর ডায়লগ বাদ দেওয়ার পক্ষে সওয়াল করা হয়েছিল। এবার পুরো সিনেমাকে নিষিদ্ধ করার ডাক দিল অল ইন্ডিয়ান সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একটি চিঠিও পাঠানো হয়েছে।

‘আদিপুরুষ’ ছবিতে ‘রামায়ণ’কে বিকৃত করার অভিযোগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশিকেও জানানো হয়েছে বলে সিনে সংগঠকদের দাবি। এই ছবি হিন্দু ভাবাবেগে আঘাত করেছে, তাই শুধু প্রেক্ষাগৃহ নয় ভবিষ্যতে ওটিটিতেও যেন প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবি মুক্তি না পায় তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘‘আমাদের তরফে ‘আদিপুরুষ’ ছবিটির প্রদর্শন বন্ধ করার অনুরোধ জানানো হচ্ছে। এই ছবির চিত্রনাট্য এবং সংলাপ শ্রীরাম এবং হনুমানের ভাবমূর্তিকে নষ্ট করেছে।’’ যদিও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে তরফে এর কোনও উত্তর এখনও মেলেনি।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version