Sunday, August 24, 2025

সিনেমা মুক্তির পর থেকেই বিতর্ক চরমে উঠেছে। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমায় আসলে রামায়ণের বিকৃতি ঘটানো হয়েছে বলে চারিদিকে জোরালো প্রশ্ন উঠছে। সিনেমার দৃশ্যায়ন থেকে ডায়লগ সবকিছুতেই হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থের প্রচলিত আখ্যানকে অপমান করা হয়েছে বলে সরব সোশ্যাল মিডিয়া (Social Media) একে সাধারণ মানুষ। এর আগেই সিনেমার দৃশ্য আর ডায়লগ বাদ দেওয়ার পক্ষে সওয়াল করা হয়েছিল। এবার পুরো সিনেমাকে নিষিদ্ধ করার ডাক দিল অল ইন্ডিয়ান সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একটি চিঠিও পাঠানো হয়েছে।

‘আদিপুরুষ’ ছবিতে ‘রামায়ণ’কে বিকৃত করার অভিযোগে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশিকেও জানানো হয়েছে বলে সিনে সংগঠকদের দাবি। এই ছবি হিন্দু ভাবাবেগে আঘাত করেছে, তাই শুধু প্রেক্ষাগৃহ নয় ভবিষ্যতে ওটিটিতেও যেন প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবি মুক্তি না পায় তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘‘আমাদের তরফে ‘আদিপুরুষ’ ছবিটির প্রদর্শন বন্ধ করার অনুরোধ জানানো হচ্ছে। এই ছবির চিত্রনাট্য এবং সংলাপ শ্রীরাম এবং হনুমানের ভাবমূর্তিকে নষ্ট করেছে।’’ যদিও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে তরফে এর কোনও উত্তর এখনও মেলেনি।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version