Tuesday, August 26, 2025

চিনকে(China) আটকাতে ভারতকে(India) ব্যবহার করতে চাইছে আমেরিকা। তবে এই পরিকল্পনা সফল হবে না। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির(Narendra Modi) মার্কিন সফরের আগে এমনটাই মন্তব্য করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)।

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বুধবার ওয়াশিংটনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত মার্কিন এই দ্বিপাক্ষিক সম্পর্ককে একহাত নিয়ে চিনের বিদেশনন্ত্রী বলেন, “২০১৪ সালের পর থেকে ছয়বার আমেরিকায় গিয়েছেন মোদি। এই প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে যাচ্ছেন তিনি। আসলে চিনকে আটকানোর জন্য ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। চিনের আর্থিক বৃদ্ধি আটকাতে এটাই আমেরিকার নয়া চাল। তবে মোদির এই আমেরিকা সফরে ভারতের অনেকেই চিন্তিত। কারণ তাঁরা বুঝেছেন, শুধুমাত্র চিনকে ঠেকানোর জন্যই ভারতকে দাবার সৈনিকের মতো ব্যবহার করছে আমেরিকা।” তিনি আরো বলেন, “মার্কিন রাজনীতির চাল বোঝা খুব একটা কঠিন নয়। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে আমেরিকা ভাবছে, চিনের আর্থিক বৃদ্ধি ঠেকানো যাবে। তবে এই মার্কিন কৌশল একেবারে মুখ থুবড়ে পড়বে। কারণ বিশ্ব বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চিন। সেই জায়গা থেকে চিনকে সরিয়ে দেওয়া ভার‍ত বা অন্য কোনও দেশের পক্ষে সম্ভব নয়।”

সাম্প্রতিক সময়ে চিনের সঙ্গে কার্যত আদায় কাঁচকলা সম্পর্ক আমেরিকার। এরই মাঝে আমেরিকার আকাশের চিনা গুপ্তচর বেলুন প্রকাশ্যে আসার পর তা আরো গুরুতর আকার ধারণ করেছে। অবশ্য সংঘাত কাটাতে‌ মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন চিন সফর করেছেন তাতে অবশ্য লাভ কিছু হয়নি। এই পরিস্থিতির মাঝেই প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তাঁর বাসভবনে নৈশভোজে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তাতেই উদ্বেগ বাড়ছে চিনের।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version