Sunday, November 16, 2025

চিনকে(China) আটকাতে ভারতকে(India) ব্যবহার করতে চাইছে আমেরিকা। তবে এই পরিকল্পনা সফল হবে না। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির(Narendra Modi) মার্কিন সফরের আগে এমনটাই মন্তব্য করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)।

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বুধবার ওয়াশিংটনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত মার্কিন এই দ্বিপাক্ষিক সম্পর্ককে একহাত নিয়ে চিনের বিদেশনন্ত্রী বলেন, “২০১৪ সালের পর থেকে ছয়বার আমেরিকায় গিয়েছেন মোদি। এই প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে যাচ্ছেন তিনি। আসলে চিনকে আটকানোর জন্য ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। চিনের আর্থিক বৃদ্ধি আটকাতে এটাই আমেরিকার নয়া চাল। তবে মোদির এই আমেরিকা সফরে ভারতের অনেকেই চিন্তিত। কারণ তাঁরা বুঝেছেন, শুধুমাত্র চিনকে ঠেকানোর জন্যই ভারতকে দাবার সৈনিকের মতো ব্যবহার করছে আমেরিকা।” তিনি আরো বলেন, “মার্কিন রাজনীতির চাল বোঝা খুব একটা কঠিন নয়। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে আমেরিকা ভাবছে, চিনের আর্থিক বৃদ্ধি ঠেকানো যাবে। তবে এই মার্কিন কৌশল একেবারে মুখ থুবড়ে পড়বে। কারণ বিশ্ব বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চিন। সেই জায়গা থেকে চিনকে সরিয়ে দেওয়া ভার‍ত বা অন্য কোনও দেশের পক্ষে সম্ভব নয়।”

সাম্প্রতিক সময়ে চিনের সঙ্গে কার্যত আদায় কাঁচকলা সম্পর্ক আমেরিকার। এরই মাঝে আমেরিকার আকাশের চিনা গুপ্তচর বেলুন প্রকাশ্যে আসার পর তা আরো গুরুতর আকার ধারণ করেছে। অবশ্য সংঘাত কাটাতে‌ মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন চিন সফর করেছেন তাতে অবশ্য লাভ কিছু হয়নি। এই পরিস্থিতির মাঝেই প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তাঁর বাসভবনে নৈশভোজে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তাতেই উদ্বেগ বাড়ছে চিনের।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version