Sunday, November 16, 2025

চিনকে(China) আটকাতে ভারতকে(India) ব্যবহার করতে চাইছে আমেরিকা। তবে এই পরিকল্পনা সফল হবে না। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির(Narendra Modi) মার্কিন সফরের আগে এমনটাই মন্তব্য করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi)।

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে বুধবার ওয়াশিংটনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত মার্কিন এই দ্বিপাক্ষিক সম্পর্ককে একহাত নিয়ে চিনের বিদেশনন্ত্রী বলেন, “২০১৪ সালের পর থেকে ছয়বার আমেরিকায় গিয়েছেন মোদি। এই প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে যাচ্ছেন তিনি। আসলে চিনকে আটকানোর জন্য ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। চিনের আর্থিক বৃদ্ধি আটকাতে এটাই আমেরিকার নয়া চাল। তবে মোদির এই আমেরিকা সফরে ভারতের অনেকেই চিন্তিত। কারণ তাঁরা বুঝেছেন, শুধুমাত্র চিনকে ঠেকানোর জন্যই ভারতকে দাবার সৈনিকের মতো ব্যবহার করছে আমেরিকা।” তিনি আরো বলেন, “মার্কিন রাজনীতির চাল বোঝা খুব একটা কঠিন নয়। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে আমেরিকা ভাবছে, চিনের আর্থিক বৃদ্ধি ঠেকানো যাবে। তবে এই মার্কিন কৌশল একেবারে মুখ থুবড়ে পড়বে। কারণ বিশ্ব বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চিন। সেই জায়গা থেকে চিনকে সরিয়ে দেওয়া ভার‍ত বা অন্য কোনও দেশের পক্ষে সম্ভব নয়।”

সাম্প্রতিক সময়ে চিনের সঙ্গে কার্যত আদায় কাঁচকলা সম্পর্ক আমেরিকার। এরই মাঝে আমেরিকার আকাশের চিনা গুপ্তচর বেলুন প্রকাশ্যে আসার পর তা আরো গুরুতর আকার ধারণ করেছে। অবশ্য সংঘাত কাটাতে‌ মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন চিন সফর করেছেন তাতে অবশ্য লাভ কিছু হয়নি। এই পরিস্থিতির মাঝেই প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তাঁর বাসভবনে নৈশভোজে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তাতেই উদ্বেগ বাড়ছে চিনের।

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version