Sunday, May 4, 2025

‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির রাজনৈতিক চক্রা.ন্ত! ধি.ক্কার জানিয়ে রাজ্যপালকে তো.প মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের আপত্তি সত্ত্বেও রাজভবনে ঘটনা করে পালিত হল ‘পশ্চিমবঙ্গ দিবস’। যা নিয়ে বিপুল উৎফুল্ল বিজেপি। মঙ্গলবার, এই ঘটনার পরেই, SSKM-এ গিয়ে সাংবাদিকদের প্রশ্নর উত্তরে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তীব্র কটাক্ষ করেন মমতা বলেন, “আমার জন্মের সময় থেকে কোনদিন এরকম রাজ্যের দিবস শুনিনি। এগুলি সবই বিজেপির চক্রান্ত।”

এইভাবে রাজ্যের দিবস পালন নিয়ে তীব্র বিরোধিতা করে সোমবারই রাজ্যপালকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। তারপরও এই অনুষ্ঠান হওয়ায় তিনি বলেন, “ধিক্কার, ধিক্কার, ধিক্কার।” প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় সরকার কীকরে জানবে, এই রাজ্যের কোনও দিবস আছে কি না? রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে বিজেপি- তোপ দাগেন মমতা। তাঁর কথায়, কোনোদিন এখানে এইসব দিবস পালন হয়নি। এই ভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা মানে, বাংলাকে অবমাননা করা। বাংলার মানুষকে অসম্মান করা। মমতা বলেন, এররকম কিছু থাকলে, রাজ্যের মানষে তা জানবে না! রাজ্য সরকার জানবে না! বিগত,বাম আমলে বা কংগ্রেস আমলে এররকম কিছু হয়নি। এটা হতে পারে না।

তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা রাজ্যের নামে ওদের আপত্তি আছে। আর ফাউন্ডেশন দিবস পালন করবে?” এদিন তিনি এসএসকেএম-এ যান। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রথযাত্রার শুভেচ্ছা বিনিময় করেন।

আগের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে নবান্নের তীব্র সংঘাত ছিল। কিন্তু সিভি আনন্দ বোস (CV Anand Bose) দায়িত্বভার নেওয়ার পর থেকে, তাঁর সঙ্গে রাজ্য প্রশাসনের সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু উপাচার্য নিয়োগ থেকে শুরু করে, রাজ্যের অশান্তির ঘটনা নিয়ে রাজ্যপালের অতিসক্রিয়তায় ক্ষুব্ধ শাসকদল। এর পর এদিন পশ্চিমবঙ্গ দিবস আগুনে ঘৃতাহুতি পড়ে। যার কারণে, মমতা মন্তব্য করেন, “রাজ্যপালের পদ পদ্মপাল হয়ে গিয়েছে। এখানে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করছে।” মুখ্যমন্ত্রীর বলেন, “যেখানে এই প্রতিষ্ঠা দিবস আছে, সেখানে পালন করুক। মহারাষ্ট্রে দিবস আছে, সেখানে করুক।”

আরও পড়ুন- মণিপুরে সেনা শাসনের দাবিতে দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্ট

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...