Saturday, August 23, 2025

পঞ্চায়েতে প্রার্থী চয়ন নিয়ে জোর বিতর্কের মুখে পড়ল সিপিএম। ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির স্ত্রীকে সিপিএম প্রার্থী করেছে! ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই গ্রাম পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হয়েছেন তুহিনা বেগম। তাঁর স্বামী শেখ মোস্তাফা ধর্ষণের মামলায় অভিযুক্ত।

গত ১৬ মে খণ্ডঘোষের শুনিয়া গ্রামে এক মূক ও বধির গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে মোস্তফার বিরুদ্ধে মামলা দায়ের হয়। যা এখনও বিচারাধীন। গ্রামের এলাকায় এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির স্ত্রীকে সিপিএম প্রার্থী করার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে।

প্রার্থী নামের তালিকা ও অভিযোগপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সিপিএম দলের হয়ে প্রার্থী খুঁজে না পেয়ে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে প্রার্থী করেছে বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অনেকে। কটাক্ষ করতে ছাড়েননি খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম। তিনি বলেন, ”সিপিএম ৩৪ বছর ধরে যে অত্যাচার করছে তাতে কোনও মানুষ তাঁদের পাশে নেই। এই এলাকায় মানুষের সমর্থন তাঁদের সঙ্গে নেই। কোনও প্রার্থী খুঁজে না পেয়েই ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে প্রার্থী করেছে তারা। তাঁর স্বামীর কুকীর্তির কথা এলাকায় সকলেরই জানা। এই পরিস্থিতিতে এরকম একজন প্রার্থী কীভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারেন?”, প্রশ্ন তুলেছেন তিনি।

যদিও এই বিষয়ে সিপিএমের অন্য সাফাই। দলের কৃষকসভার রাজ্য কমিটির সদস্য বিনোদ ঘোষ জানান,”তুহিনা বেগম দীর্ঘদিন ধরে দলের কর্মী। তাই দল তাকে প্রার্থী নির্বাচন করেছে। এক্ষেত্রে তার স্বামীর মামলা এখনও বিচারাধীন। প্রত্যেকটি মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তাই অন্য কোনও ঘটনার কারণে অপরজনের সমালোচনা করা ঠিক নয়।”

 

 

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version