Monday, August 25, 2025

রাজ্যে জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা (RathaYatra)। ওড়িশা থেকে শুরু করে দিল্লি, গুজরাট সর্বত্রই আজ জগন্নাথ বন্দনা। বাংলায় রথযাত্রা উৎসব (RathaYatra Festival) বরাবরই অনন্য। শহর থেকে শহরতলি সর্বত্রই মানুষের ভিড় চোখে পড়ার মতো। হুগলি জেলার গুপ্তিপাড়ার (Guptipara, Hooghly) রথ পথ চলা শুরু করে আনুমানিক ১৭৪৫ খ্রিস্টাব্দে। পরে ১৮৭৮ সালে ছোট রথ তৈরি করা হয়। ১৯৫৮ সালে নব চূড়া বিশিষ্ট রথ তৈরি হয়। এই রথ তৈরি হয় বৃন্দাবনচন্দ্র মঠের ২৮তম দন্ডিস্বামী খগেন্দ্রনাথ আশ্রমের আমলে। সেই রথ ২০১২ সাল পর্যন্ত পথে নেমেছিল। আজ থেকে বছর দশেক আগে নতুন করে রথ তৈরি করে গুপ্তিপাড়ার মানুষ মহা ধুমধামে পালন করে চলেছে রথযাত্রা Guptipara RathaYatra) ।

প্রত্যেক বছরের মতো এই বছরেও বেলা দ্বিপ্রহরে রথের প্রথম টান হয়। দ্বিতীয় টান বিকেল চারটে নাগাদ। মাসির বাড়ি যাওয়ার পথে টান হয় উত্তর, দক্ষিণ , পূর্ব,পশ্চিমে। এই রথযাত্রা উপলক্ষে, শুধু শুধু হুগলি জেলা নয় পার্শ্ববর্তী নদিয়া ও বর্ধমান জেলা থেকেও গুপ্তিপাড়ায় ভিড় জমান লক্ষাধিক মানুষ।

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version