Friday, November 14, 2025

১৮০ দেশে উদযাপন বিশ্ব যোগ দিবস, বিশ্বকে এক সূত্রে বেঁধেছে: বললেন মোদি

Date:

বিশ্বযোগ দিবসে আমেরিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের ১৮০টি দেশ এই যোগ দিবস উদযাপন করছে। বিদেশ সফরে থেকেও দেশবাসীকে বিশ্ব যোগ দিবসে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভিডিও বার্তায় বলেছেন , যোগ বিশ্বকে এক সূত্রে বেঁধেছে।

আমেরিকাতেও যোগ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদির অভ্যর্থনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কে ব্যালেরিনার মাধ্যমে যোগাসন প্রদর্শন করা হবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে।

আজ গোটা বিশ্বের এই যোগ দিবস উদযাপন করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় যোগাসন শুরু করে দিয়েছেন নেতা মন্ত্রীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে গোটা বিশ্বে যোগাসন ছড়িয়ে পড়েছে। যোগাসনের জনপ্রিয়তা বেড়েছে। বিশ্বযোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে দেশবাসীকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাসুদেব কুটুম্বকম অনুসরণ করে গোটা দেশে যোগাসন করছেন মানুষ। শরীর সুস্থ রাখতে যোগাসন অত্যন্ত জরুরি।মোদি জানিয়েছেন, আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ যোগাভ্যাস করেন। যা ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ সারা বিশ্বই যে এক পরিবার, সেই সত্যকে প্রতিষ্ঠা করেন

প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলেন, ”সারা বিশ্বের কোটি কোটি মানুষ যোগাভ্যাসের মধ্যে দিয়ে সারা বিশ্ব এক পরিবার, নীতিকেই সত্যি করে তুলছেন। আমরা চিরকালই সেই প্রথাকে অনুসরণ করে চলেছি যা সকলকে একত্রিত করে, বৈচিত্রকে উদযাপন করে যোগাভ্যাসের মাধ্যমে। আমাদের পরস্পরবিরোধিতাকে শেষ করতেই হবে।”
ভারতের ঋষিমুনিরা বলে গিয়েছিলেন যোগাসনই একতা আনে। গোটা বিশ্বে যোগাসনের মাধ্যমে একতা তৈরি হতে শুরু করেছে। গোটা বিশ্বই এক পরিবার হয়ে উঠেছে যোগাসনের কারণে।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version