Thursday, August 28, 2025

ফের রাষ্ট্রসঙ্ঘে পাক জঙ্গির ‘ঢাল’ চিন, ‘সস্তা স্বার্থ’ তোপ ভারতের

Date:

রাষ্ট্রসঙ্ঘে ফের একবার পাক জঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় পথে ‘ঢাল’ হয়ে দাঁড়ানো চিন। ২৬/১১ হামলায় জড়িত পাক জঙ্গিকে নিষিদ্ধ করতে চেয়ে প্রস্তাব পেশ করেছিল ভারত। তবে সে প্রস্তাব খারিজ করে দিলো বেজিং। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ ভারত রীতিমত কড়া প্রতিক্রিয়া দিয়েছে চিনকে। রাষ্ট্রসঙ্ঘের রাজনৈতিক বিভাগের যুগ্ম সচিব প্রকাশ গুপ্ত বলেন, চিন যে এই প্রস্তাবে বাধা দিয়েছে তার পিছনে রয়েছে সংকীর্ণ কূটনৈতিক স্বার্থ।

গত বছরের সেপ্টেম্বরেই ভারত লস্কর জঙ্গি সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে চেয়েছিল। সেই সময়ই এই প্রস্তাবে স্থগিতাদেশ দিয়েছিল চিন। এবার সেই প্রস্তাবই খারিজ করে দিয়েছে জিনপিং প্রশাসন। যার জবাব দিয়ে ভারতের তরফে জানানো হয়েছে, যেভাবে এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে, তা থেকে পরিষ্কার সন্ত্রাসবাদের মোকাবিলায় তৈরি আন্তর্জাতিক পরিকাঠামোয় বড় রকমের গোলমাল থেকে গিয়েছে।

উল্লেখ্য, লস্কর জঙ্গি সাজিদ মীরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল ভারত। ২৬/১১ হামলার সঙ্গে জড়িত এই জঙ্গির সমস্ত সম্পত্তি ‘ফ্রিজ’ করে দেওয়া এবং তার সমস্ত রকম ভ্রমণেই নিষেধাজ্ঞা জারির প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু সমস্ত প্রস্তাবেই বাধা দিয়েছে পাকিস্তানের ‘বন্ধু’ চিন।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version