নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে ফের তলব সিবিআইয়ের

ফের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব। আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অনেক নথি তাঁর কাছে মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:মুর্শিদাবাদে তৃণমূল ব্লক সভাপতিকে লক্ষ্য করে গু*লি, অভিযোগের তির বাম-কংগ্রেসের দিকে


নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক জেলবন্দি। তাঁদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে পাওয়া তয়থ্যের ভিত্তিতে এর আগে গত ১৫ জুন টানা ছ’ঘণ্টা মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই । তার ঠিক এক স্পতাহ যেতে না যেতেই ফের মণীশকে তলব করা হল।

Previous articleমুর্শিদাবাদে তৃণমূল ব্লক সভাপতিকে লক্ষ্য করে গু*লি, অভিযোগের তির বাম-কংগ্রেসের দিকে
Next article‘সুচেতন’ হতে চান সুচেতনা! লড়াইয়ে সমর্থন আছে বাবা বুদ্ধদেবের