Tuesday, August 26, 2025

আর ২৪ ঘণ্টাও বাকি নেই, ক্রমশ ক্ষীণ হচ্ছে টাইটান সাবমেরিনে (Titan Submarine) থাকা পাইলট সহ যাত্রীদের বেঁচে থাকার আশা।১৮ জুন নিখোঁজ হওয়ার পর মাত্র ৯৬ ঘণ্টার অক্সিজেন (O2)মজুত ছিল। ঘড়ির কাঁটা বলছে যাত্রীদের আর বোধহয় জীবিত উদ্ধার করা সম্ভব নয়। শতাধিক বছর আগে আটলান্টিকে (Atlantic Ocean) সলিল সমাধি ঘটা ঐতিহাসিক টাইটানিক (Titanic) জাহাজের ভগ্নাবশেষ দেখতে গিয়ে এই বিপত্তি ।

২০২১ সাল থেকে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর অভিযান চালু করেছে ওশানগেট (OceanGate) সংস্থা। মাথাপিছু আড়াই লক্ষ ডলারের বিনিময়ে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখিয়ে আনে ওই সংস্থা। রবিবারেও পাঁচ জনকে নিয়ে কানাডার উপকূলের নিউফাউন্ডল্যান্ডের (NewFoundland) কাছে আটলান্টিকের গভীরে নেমেছিল টাইটান। ব্যাস তারপর থেকেই নিখোঁজ। যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু তারপর কোনওভাবেই ডুবোজাহাজের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। টাইটান ২১ ফুট লম্বা এবং এর ওজন ১০,৪৩২ কিলোগ্রাম দাবি সংস্থার। কিন্তু নৌ বাহিনীর বিশেষজ্ঞরা বলছেন ডুবোযানের যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। উদ্ধারকারীরা অনুমান করছেন সমুদ্রের প্রায় ১২ হাজার ফুট নীচে অর্থাৎ সাড়ে তিন হাজার মিটারেরও নীচে আটকে রয়েছে সাবমেরিনটি। যত সময় যাচ্ছে কাজ তত কঠিন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে যেকোনও মুহূর্তে টাইটানিক ফাটল ধরে ভেতরের জলের চাপ সৃষ্টি হবে। যা সমুদ্রের জলের চাপের থেকে ৪০০ গুণ বেশি। যতই এই তথ্য প্রকাশ্যে আসছে ততই অনিবার্য পরিণতির আশঙ্কা জোরালো হচ্ছে।

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version