Saturday, November 8, 2025

ব্যর্থতা ঢাকতে বড়ঞায় রাতভর অবস্থান-বি*ক্ষোভে কংগ্রেস

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবেই মনোনয়ন শেষ হয়েছে। দু একটা ঘটনা ছাড়া তেমন অভিযোগ কোথাও পাওয়া যায়নি। এদিকে প্রার্থী দিতে না পেরে অন্য খেলায় মেতেছে কংগ্রেস। নিজেদের ব্যর্থতা ঢাকতে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। মঙ্গলবার বিকেল ৪টেয় মুর্শিদাবাদ জেলার বড়ঞায় বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাতভর সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অবস্থানে বসে ছিলেন তিনি। বুধবার সকালেও বড়ঞায় চলছে অধীরের অবস্থান-বিক্ষোভ।

শুধুমাত্র তৃণমূল নয়, পাশাপাশি স্থানীয় বিডিওর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। ওই বিডিও তাঁর সঙ্গে ‘অভব্য আচরণ’ করেন বলে অভিযোগ তাঁর। এ বিষয়ে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে।কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসে প্রতীক বিলিকে কেন্দ্র করে উত্তেনা ছড়ায়। অভিযোগ, কংগ্রেস প্রার্থীদের প্রতীকের ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল। তা নিয়ে অশান্তি শুরু হয়।  পুলিশ সামনে থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ করেনি প্রথমে। পরবর্তীতে অশান্তি বড় আকার নেয়। আক্রান্ত হন কংগ্রেসের প্রার্থীও। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে তাঁদের সামনেই চলে দু’পক্ষের হাতাহাতি। পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ।


ঘটনার খবর পেয়েই বিডিও অফিসে যান অধীররঞ্জন চৌধুরী। অভিযোগ, সেখানে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বিডিও। এরপরই বিডিও অফিসের সামনে দলীয় কর্মীদের নিয়ে ধরনায় বসেন তিনি। এ বিষয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন তিনি। বুধবার হাই কোর্টের দ্বারস্থও হবেন। এদিন সকালে অধীরবাবু বলেন, “এখানে আন্দোলন করার পাশাপাশি আমরা হাই কোর্টে যাচ্ছি। আমাদের কংগ্রেসের প্রতীক ফিরিয়ে দিতে হবে।”

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...