Monday, August 11, 2025

ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ইলকায় গুন্দোয়ান

Date:

Share post:

সব জল্পনার অবসান। চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ী ম্যানচেস্টার সিটির অধিনায়ক জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দিচ্ছেন। চলতি মাসেই তাঁর সঙ্গে ম্যান সিটির চুক্তি শেষ হচ্ছে। আর তার পরেই ফ্রি বা মুক্ত খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি।
২০১৬ সালে পেপ গুয়ার্দিওয়ালা ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড থেকে গুন্দোয়ানকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছিলেন। যদিও শুরুর দিকে চোট-আঘাত তাকে ভালই ভুগিয়েছে।ফলে ক্লাবের হয়ে তেমন অবদান রাখতে পারেনি। কিন্ত গত কয়েক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন জার্মান মিডফিল্ডার। ম্যান সিটিতে কার্যত স্বর্ণযুগ কাটিয়েছেন গুন্দোয়ান। মোট ১৪টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জিতেছেন পাঁচ বার। সদ্য সমাপ্ত মরসুমে দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছিলেন। একাধিকবার দলের পরিত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছেন।
প্রসঙ্গত,সিটির জার্সি গায়ে গত সাত বছরে খেলেছেন ৩০০ ম্যাচ। গোল করেছেন ৬০টি। গত দুই মরসুমে সিটির নজরকাড়া সাফল্যের পিছনে দুর্দান্ত অবদান রেখেছিলেন জার্মান মিডফিল্ডার।অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে চলতি মরসুম ম্যান সিটিতে গুন্দোয়ানের শেষ বছর। সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
দীর্ঘ ১৮ বছর বাদে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি সের্হিও বুটসকেট। তাঁর জায়গাতে গুন্দোয়ানকে নিচ্ছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। জার্মান মিডফিল্ডারের সঙ্গে স্প্যানিশ ক্লাবটির তিন বছরের চুক্তি হচ্ছে। ইদানিং খারাপ সময় যাচ্ছে বার্সেলোনার।এখন দেখার, গুন্দোয়ানের যোগ দেওয়ার পরে স্প্যানিশ ক্লাবটির ভাগ্য বদলায় কিনা।

spot_img

Related articles

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আগামী সপ্তাহেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা বোর্ডের

সবকিছু ঠাকঠাক চললে আগামী সপ্তাহেই এশিয়া কাপের (Asia Cup) দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। আগামী সেপ্টেম্বর থেকে...