Monday, January 12, 2026

ফের নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, কুণালের হাত ধরে তৃণমূলে যোগ একাধিক নেতা-কর্মীর

Date:

Share post:

পঞ্চায়েতের নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে (Nandigram) বিজেপিতে নামল ধস। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের(Kunal Ghosh) হাত ধরে তৃণমূলে(TMC) যোগ দিলেন বিজেপির(BJP) স্থানীয় কয়েকজন যুব মোর্চা ও মণ্ডল নেতা। এদিন নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় এই যোগদান কর্মসূচি। বিজেপি ছেড়ে আসা নেতৃত্বদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন কুণাল ঘোষ। যোগদান কর্মসূচিতে কুনালের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই যোগদান কর্মসূচিতে এলাকার বিশিষ্ট কীর্তন শিল্পী সুকুমার কীর্তনিয়া এদিন তাঁর পুরো দল নিয়ে তৃণমূলে যোগ দিলেন। এছাড়া যুব মোর্চার দুই নেতা রামপদ দেবনাথ ও সুব্রত দেবনাথও একই সঙ্গে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিলেন। এদের সঙ্গে এলাকার শিক্ষক ও শিক্ষাবিদ গোকুল মান্নাও তৃণমূলে যোগ দিলেন। পাশাপাশি ১৮ নম্বর পঞ্চায়েত সমিতিতে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়া শেখ মনসুর আলি এদিন নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃণমূলের সমর্থনে তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। দলের অনুগত কর্মী হিসেবে ফের কাজ করার অঙ্গীকার করেন তিনি। তবে মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা পেরিয়ে যাওয়ায় তাঁর নাম নির্দল হিসেবে ব্যালটে থাকছে। শীঘ্রই তিনি তাঁর প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত জনগণকে জানিয়ে দেবেন।

এছাড়া সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ জানান, নবজোয়ার যাত্রায় দুপুরের চড়া রোদে ২০ কিলোমিটার পায়ে হেঁটে নন্দীগ্রামে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পদযাত্রার অনুকরণ করতে গিয়ে মুখ পুড়েছে গদ্দার অধিকারীর। বুধবার নন্দীগ্রামের বাইরে থেকে লোকজন জুটিয়ে নন্দীগ্রামে মাত্র ২ কিলোমিটার পদযাত্রা করে গদ্দার অধিকারী। কিন্তু নন্দীগ্রামবাসী তাঁকে প্রত্যাখ্যান করে তৃণমূলের পাশে থাকার অঙ্গীকার করেছেন। সেই বার্তা দিতেই আগামী ২৫ জুন নন্দীগ্রামে বিরাট পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। এই পদযাত্রায় হরিপুর, ভেকুটিয়া ও নন্দীগ্রাম এই তিন এলাকার মানুষ অংশ নেবেন। একই সঙ্গে আগামী কয়েকদিন ধরে নন্দীগ্রামে নিবিড় জনসংযোগ করবেন তৃণমূল নেতৃত্ব।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...