কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে মান্যতা দিয়ে আসন্ন পঞ্চায়েত ভোটে (Panchayat Election) মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে স্বরাষ্ট্র দফতরের কাছে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তবে এখনই এই বিপুল সংখ্যক বাহিনী দেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। পঞ্চায়েত ভোটে আপাতত ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে কেন্দ্র। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যার মধ্যে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি অন্য রাজ্যের পুলিশ। এর আগে ২২ কোম্পানি বাহিনী মঞ্জুর করেছে কেন্দ্র।

কেন্দ্র ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করার পরই বিজেপি সহ বিরোধীদের বিঁধল তৃণমূল। শাসক দলের কটাক্ষ, “৮০০ চেয়ে মিলল ৩১৫ কোম্পানি। শুভেন্দু, সুকান্তদের লাফালাফি কোথায় গেল? এবার অমিত শাহকে বাহিনী দিতে বলুন।”