Thursday, November 13, 2025

সংগঠন নেই, ক.ঙ্কাল কাণ্ডের খ.লনায়ক সুশান্ত ঘোষের বুথেও সিপিএমের প্রার্থী নেই

Date:

জেল থেকে বেরিয়ে তৃণমূলকে হারানোর শপথ নিয়েছিলেন বাম জমানার দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রী সুশান্ত ঘোষ। কিন্তু মুখের কথা মুখেই, কঙ্কাল কাণ্ডের খলনায়ক সুশান্তর নিজের বুকেই পঞ্চায়েতে প্রার্থী দিতে পারল না সিপিএম। প্রার্থী দিতে না পারার কারণ হিসেবে যদিও সুশান্তবাবু জানিয়েছেন আসনটি সংরক্ষিত শংসাপত্রের জটিলতায় প্রার্থী দেওয়ার পরেও তা বাতিল হয়ে গেছে বলেই জানিয়েছেন তিনি।

পশ্চিম মেদিনীপুর জেলা সুশান্ত ঘোষের নিজের বুথে সিপিএমের প্রার্থী না থাকায় রাজনৈতিক মহলে জোর শোরগোল। অনেকেই মনে করছেন, মুখে হুঙ্কার দিলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিজের এলাকায় সিপিএমের কোনও সংগঠন তৈরি করতে পারেননি সুশান্ত ঘোষ। মানুষের মধ্যে এখন আর তাঁর কোনও গ্রহণযোগ্যতা নেই।

পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের উড়াসায় গ্রাম পঞ্চায়েতের ১৮৬ নম্বর বুথ । যে বুথে প্রার্থী নেই সিপিএমের। শুধু সিপিএম নয় অন্য কোন রাজনৈতিক দলেরও প্রার্থী নেই ওই বুথে। তার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ময়না রায় । তৃণমূলকে হারানোর শপথ নিয়ে বা দিকে দিকে প্রতিরোধ গড়ে তোলার কথা বলে চলেছেন সুশান্ত ঘোষ, ঠিক সেই সময়েই নিজের বুকেই পঞ্চায়েতে প্রার্থী দিতে পারলেন না তিনি। ঠিক সেই জায়গা থেকে বর্তমানে সুশান্ত ঘোষের সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে গেল।

আরও পড়ুন:কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হয়.রানি, আগামী সোমবার মলয় ঘটককে ফের তলব ই.ডির!


 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version