Thursday, May 8, 2025

ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে উল্টো সুর গাভাস্করের, কেন পুজারা বাদ প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারের

Date:

কেন ভারতীয় ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এতদিন ভারতের সিনিয়র ক্রিকেটারদের অতিরিক্ত বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাস্কর। এর আগে বিশ্রাম নেওয়া নিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের একহাত নিয়েছিলেন তিনি। আর এবার উল্টো সুর গাভস্করের গলায়। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, একদিনের বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে না রোহিত, বিরাটদের। এর ফলে বিশ্বকাপে শারীরিক ভাবে সম্পূর্ণ ফিট অবস্থায় তারা নামতে পারবেন না বলে মনে করেছেন তিনি।

গতকালই প্রকাশিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিরুদ্ধে ভারতীয় দল। যেখানে টেস্ট ও একদিনের দলে রয়েছেন রোহিত,বিরাটরা। আর এরপরই গাভাস্কর বলেন,”ওদের বিশ্রাম দেওয়া উচিত। ১২ জুন ওরা শেষ খেলেছে। তারপর অন্তত ২০-২৫ জুলাই পর্যন্ত ওদের বিশ্রাম দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা হল না। ওয়েস্ট ইন্ডিজ গিয়ে তার আগে মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেটারদের। তা হলে ওরা কত দিনের বিশ্রাম পেল? খুব বেশি হলে ২০ দিন। অন্তত ৪০ দিন বিশ্রাম দেওয়া উচিত ছিল।”

গাভাস্করের মতে, বিশ্বকাপে নামার আগে ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে ফুরফুরে থাকা উচিত। এই নিয়ে তিনি বলেন,” ৪০ দিন ক্রিকেট থেকে বাইরে থাকলে ওরা ফুরফুরে মেজাজে বিশ্বকাপে নামতে পারত। বিশ্বকাপে ভারতীয় দলে যারা থাকতে পারে তাদের প্রতি বেশি যত্ন নিতে হবে বোর্ডকে। খেলার ধকল সামলাতে হবে। কিন্তু সেই ধরনের কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না।”

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে চেতেশ্বর পুজারার বাদ পরায় অবাক হয়েছেন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন,” কেন ওকে বাদ দেওয়া হল? কেন ওকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা করা হল? পুজারা ভারতীয় ক্রিকেটের একজন সৈনিক। পুজারাকে বাদ দেওয়া হল আর বাকি যারা ব্যর্থ হয়েছেন তাদের রাখার যুক্তিটা কি?”

আরও পড়ুন:নতুন ভূমিকায় রায়না, খুলে ফেললেন একটি রেস্তোরাঁ


 

 

Related articles

বিধ্বস্ত পাকিস্তান, বালোচ লিবারেশন আর্মির হামলায় ১২ পাক সৈনিকের মৃত্যু!

ভারতের প্রত্যাঘাতের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হামলা পাকিস্তানে (Attack on Pakistan)। এবার IED বিস্ফোরণে ১২ জন...

উত্তরাখণ্ডের আকাশে দুর্ঘটনা, চপার ভেঙে মৃত ৫!

বৃহস্পতিবারের সকালে গঙ্গোত্রীর (Gangotri) দিকে যাওয়ার সময় ভাগীরথী নদীর কাছে ভেঙ্গে পড়ল চপার (Helicopter Accident in Uttarakhand)। দুর্ঘটনায়...

লাহোরে একের পর এক বিস্ফোরণে শহর জুড়ে আতঙ্ক, বন্ধ একাধিক বিমানবন্দর

ভারত -পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার সকালে লাহোরে একের পর এক বিস্ফোরণের (Several Blast Heard in Pakistan's Lahore)...

অপারেশন সিন্দুরকে ‘লজ্জা’ দাবি করার পর ভারত – পাক ‘মধ্যস্থতা’য় আগ্রহ ট্রাম্পের!

পহেলগাম হামলার (Pahelgam attack)বদলা নিতে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। দেশের সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর' (Operation...
Exit mobile version