Wednesday, August 27, 2025

মণিপুরের পরিস্থিতি অত্যন্ত গুরুতর, মোদিকে রিপোর্ট পেশ শাহের

Date:

সেনা নামিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হিংসা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে মেইতেই-কুকি জাতিদাঙ্গা। জম্মু ও কাশ্মীরের মতোই সন্ত্রাস দমন অভিযানে স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়তে হচ্ছে জওয়ানদের(Army)। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) রিপোর্ট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

আমেরিকা এবং ইজিপ্ট সফর থেকে ফেরার পরেই সোমবার নিজের বাসভবনে মণিপুর নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকেই মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার বর্তমান অবস্থা, সরকারের তরফে কি কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

উল্লেখ্য, গত ৩ মে থেকে জাতিদাঙ্গায় দগ্ধ মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে সেখানে এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরই মাঝে এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই রাজ্যে মায়ানমার থেকে ঢুকেছে প্রচুর অনুপ্রবেশকারী । সংখ্যাটা প্রায় ২০০০। এই অনুপ্রবেশকারীদের জেরে সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মণিপুর নিয়ে শনিবার সর্বদল বৈঠকের পর রবিবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন শাহ। আলোচনায় রাজ্যের আইনশৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন বীরেন। তারপরই নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মণিপুরের পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। তাঁর নজরদারিতে হিংসাত্মক ঘটনায় রাশ টানতে সক্ষম হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। ১৩ জুনের পর মণিপুরে আরও কোনও মৃত্যু ঘটেনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মণিপুরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে সমস্ত প্রয়াস করবে কেন্দ্রীয় সরকার।”

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version