Saturday, August 23, 2025

ইদের (Eid) জন্য বসেছিল বিশেষ বাজার। আর সেই বাজারেই এবার চলল হামলা। এবার সিরিয়ায় (Syria) হামলার অভিযোগ উঠল রাশিয়ার (Russia) বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিবের একটি শহরে হামলা চালায় একটি রুশ যুদ্ধবিমান (Fight Jet)। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি হামলার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জন। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার এই অঞ্চলটি রয়েছে বিদ্রোহীদের দখলেই। গত কয়েকমাসে রুশ সেনাবাহিনী সেখানে লাগাতার হামলা চালিয়েছে বলে অভিযোগ। আর রবিবারও ফের রুশ হামলার সাক্ষী সিরিয়া।

রবিবার রাশিয়ার সুখোই যুদ্ধবিমান (Sukhoi) জিসর আল-শাগুর নামে একটি ফলের বাজারে হামলা চালায়। তবে শুধু ফলের বাজারই নয়, বাজার ছাড়াও বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে বোমা ফেলে রুশ যুদ্ধবিমান। প্রাথমিকভাবে বাজার এলাকা থেকেই কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। যদিও সিরিয়ার তরফে সরকারিভাবে এই ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

তবে এই হামলা প্রসঙ্গে মুখে কুলুপ রাশিয়ার। রবিবার দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে একটি বিবৃতি জারি করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, গত কয়েকদিনে হামা ও লাটাকিয়া প্রদেশে সাধারণ জনতার উপর হামলা হয়েছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তার পালটা দিতেই রুশ বায়ুসেনার সঙ্গে সহযোগিতা করেছে সিরিয়ার সেনা। ইদলিব প্রদেশে সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের অস্ত্রভাণ্ডারও।

 

 

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version