Wednesday, December 3, 2025

আনন্দ বোসের বিতর্কিত বই: রাজভবনে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ কুণালের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। রাজভবনে “পিস রুম” থেকে শুরু করে আইন-শৃঙ্খলার প্রশ্নে বিরোধীদের ভাষায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের অপরিণত মন্তব্যকে একেবারেই ভালোভাবে নেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আগেই রাজ্যপালকে বিজেপির এজেন্ট-দালাল হিসেবে সম্বোধন করেছেন। রাজ্যপালকে কটাক্ষ করে “রামফ্রন্ট” চেয়ারম্যান বলতে শোনা গিয়েছে কুণালের মুখে। ফের তৃণমূল নেতার নিশানায় সিভি আনন্দ বোস। এবার রাজভবন থেকে রাজ্যপালের একটি বই প্রকাশকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। যেখানে আনন্দ বোস বেআইনি কাজ করছেন বলে অভিযোগ করেন কুণাল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগেই সরব হয়েছিলেন কুণাল, এবার সরাসরি রাজভবনে গিয়ে অভিযোগ পত্র জমা দিয়ে তদন্তের দাবি তুললেন।

রাজ্যপালের বিশেষ সচিব দেবাশিস ঘোষের সঙ্গে দেখা করে অভিযোগ পত্র জমা দেন কুণাল। তাঁর চিঠি গ্রহণ করেছে রাজভবন সচিবালয়।

বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণালের প্রশ্ন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের লেখা ব্যক্তিগত বই ‘রাজভবন পাবলিকেশন’ হয় কী করে? কার টাকায় ছাপা? কেন অশোক স্তম্ভের ব্যবহার? এখানে দাম লেখা নেই, কিন্তু আমাজনে এর আগের এডিশন ২৩০০ টাকায় বিক্রি, এইভাবে প্রচারের সুযোগ নেওয়া কেন? কেন পদের অপব্যবহারের অভিযোগ উঠবে না? তদন্ত প্রয়োজন।

এদিন কুণাল ঘোষ বলেন, “সি ভি আনন্দ বোস একটি বই লিখেছেন। নাম SILENCE SOUNDS GOOD. তিনি বই লিখতেই পারেন। রাজ্যপালকে আমরা সম্মান করি। তিনি তাঁর জ্ঞান, অভিজ্ঞতা দিয়ে ১০০টি বই লিখতে পারেন। কিন্তু ব্যক্তিগত ইন্টারেস্ট রাজভবন পাবলিকেশন বলে ছাপানো বই সম্পূর্ণ বেআইনি। এই বইটিতে অনৈতিক ভাবে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে। নিচের দিকে বইটির লেখক হিসেবে সিভি আনন্দ বোসের নাম। তার ঠিক নিচেই লেখা কলকাতা রাজভবন থেকে প্রকাশিত।”

কুণালের অভিযোগ, “রাজ্যপাল ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে ক্ষমতা, চেয়ার, অশোক স্তম্ভ, সরকারি ফান্ডের অপব্যবহার করেছেন। তদন্তের দাবি করছি। রাজভবনের প্রেস থেকে সরকারি নথি ছাড়া কিছু ছাপানো যায় না। কিন্তু তাঁর এই বই বাইরে বেরিয়েছে। কেরলে গেছে। আরও মারাত্মক অভিযোগ, এই বইটির কোনও দাম লেখা নেই। অথচ এই বইয়ের আগের সংস্করণটি যখন আমাজনে বিক্রি হচ্ছে তখন ২৩০০টাকা নেওয়া হচ্ছে। রাজভবন থেকে যাওয়া বইটিও আমাজনে বিক্রি হতে পারে? ফলে রাজভবনের ফান্ড রাজ্যপালের ব্যক্তিগত ইন্টারেস্ট বাণিজ্যিক ভাবে ব্যবহারের আশঙ্কা থেকে যাচ্ছে।রাজ্যপালের কাছে তদন্তের দাবি করে চিঠি দিয়েছি। রাজ্যপালের দফতর গ্রহণ করেছে। সিভি আনন্দ বোস দার্জিলিংয়ে, তাঁকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ পত্র।”

সবশেষে কুণাল বলেন, “অশোক স্তম্ভ, রাজভবন পাবলিকেশন সরিয়ে বইটি সংশোধন করতে হবে। যে বইটি বাজারে বাণিজ্যিক ভাবে বিক্রি হচ্ছে তার কপি রাজভবন থেকে ছাপানো যায় না, এটা অনৈতিক আচরণ করছেন সিভি আনন্দ বোস।”

 

spot_img

Related articles

SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রাণ গিয়েছে ৩৯ জন মানুষের। এখনও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।...

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...