Thursday, January 15, 2026

আনন্দ বোসের বিতর্কিত বই: রাজভবনে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ কুণালের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। রাজভবনে “পিস রুম” থেকে শুরু করে আইন-শৃঙ্খলার প্রশ্নে বিরোধীদের ভাষায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের অপরিণত মন্তব্যকে একেবারেই ভালোভাবে নেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আগেই রাজ্যপালকে বিজেপির এজেন্ট-দালাল হিসেবে সম্বোধন করেছেন। রাজ্যপালকে কটাক্ষ করে “রামফ্রন্ট” চেয়ারম্যান বলতে শোনা গিয়েছে কুণালের মুখে। ফের তৃণমূল নেতার নিশানায় সিভি আনন্দ বোস। এবার রাজভবন থেকে রাজ্যপালের একটি বই প্রকাশকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। যেখানে আনন্দ বোস বেআইনি কাজ করছেন বলে অভিযোগ করেন কুণাল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগেই সরব হয়েছিলেন কুণাল, এবার সরাসরি রাজভবনে গিয়ে অভিযোগ পত্র জমা দিয়ে তদন্তের দাবি তুললেন।

রাজ্যপালের বিশেষ সচিব দেবাশিস ঘোষের সঙ্গে দেখা করে অভিযোগ পত্র জমা দেন কুণাল। তাঁর চিঠি গ্রহণ করেছে রাজভবন সচিবালয়।

বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণালের প্রশ্ন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের লেখা ব্যক্তিগত বই ‘রাজভবন পাবলিকেশন’ হয় কী করে? কার টাকায় ছাপা? কেন অশোক স্তম্ভের ব্যবহার? এখানে দাম লেখা নেই, কিন্তু আমাজনে এর আগের এডিশন ২৩০০ টাকায় বিক্রি, এইভাবে প্রচারের সুযোগ নেওয়া কেন? কেন পদের অপব্যবহারের অভিযোগ উঠবে না? তদন্ত প্রয়োজন।

এদিন কুণাল ঘোষ বলেন, “সি ভি আনন্দ বোস একটি বই লিখেছেন। নাম SILENCE SOUNDS GOOD. তিনি বই লিখতেই পারেন। রাজ্যপালকে আমরা সম্মান করি। তিনি তাঁর জ্ঞান, অভিজ্ঞতা দিয়ে ১০০টি বই লিখতে পারেন। কিন্তু ব্যক্তিগত ইন্টারেস্ট রাজভবন পাবলিকেশন বলে ছাপানো বই সম্পূর্ণ বেআইনি। এই বইটিতে অনৈতিক ভাবে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে। নিচের দিকে বইটির লেখক হিসেবে সিভি আনন্দ বোসের নাম। তার ঠিক নিচেই লেখা কলকাতা রাজভবন থেকে প্রকাশিত।”

কুণালের অভিযোগ, “রাজ্যপাল ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে ক্ষমতা, চেয়ার, অশোক স্তম্ভ, সরকারি ফান্ডের অপব্যবহার করেছেন। তদন্তের দাবি করছি। রাজভবনের প্রেস থেকে সরকারি নথি ছাড়া কিছু ছাপানো যায় না। কিন্তু তাঁর এই বই বাইরে বেরিয়েছে। কেরলে গেছে। আরও মারাত্মক অভিযোগ, এই বইটির কোনও দাম লেখা নেই। অথচ এই বইয়ের আগের সংস্করণটি যখন আমাজনে বিক্রি হচ্ছে তখন ২৩০০টাকা নেওয়া হচ্ছে। রাজভবন থেকে যাওয়া বইটিও আমাজনে বিক্রি হতে পারে? ফলে রাজভবনের ফান্ড রাজ্যপালের ব্যক্তিগত ইন্টারেস্ট বাণিজ্যিক ভাবে ব্যবহারের আশঙ্কা থেকে যাচ্ছে।রাজ্যপালের কাছে তদন্তের দাবি করে চিঠি দিয়েছি। রাজ্যপালের দফতর গ্রহণ করেছে। সিভি আনন্দ বোস দার্জিলিংয়ে, তাঁকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ পত্র।”

সবশেষে কুণাল বলেন, “অশোক স্তম্ভ, রাজভবন পাবলিকেশন সরিয়ে বইটি সংশোধন করতে হবে। যে বইটি বাজারে বাণিজ্যিক ভাবে বিক্রি হচ্ছে তার কপি রাজভবন থেকে ছাপানো যায় না, এটা অনৈতিক আচরণ করছেন সিভি আনন্দ বোস।”

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...