Sunday, December 21, 2025

পঞ্চায়েত ভোটের দফা বাড়াবে না কমিশন, প্রয়োজনে সুপ্রিম কোর্টের যাওয়ার প্রস্তুতি

Date:

Share post:

৮ জুলাই একদফাতেই গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট। নিজেদের সিদ্ধান্তে অনড় রাজ্য নির্বাচন কমিশন। কোনও অবস্থাতেই পঞ্চায়েত ভোটে দফা বাড়ানো হবে না। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কমিশন। অন্যদিকে, কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এক দফায় ভোট হলে একসঙ্গে ৮০০ কোম্পানি বাহিনী দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আদালতেও বিষয়টি জানিয়েছে কেন্দ্র। এরপরই দফা বাড়ানোর খেলায় নামে বিজেপি।

আরও পড়ুনঃসাতসকালে উত্ত*প্ত দিনহাটা! গু.লিবিদ্ধ তৃণমূল নেতার মৃ*ত্যু, কাঠগড়ায় বিজেপি

এদিকে, বিরোধীরা চাপ বাড়াক আপাতত দফা বাড়ানোর কথা বলুক, তা মানবে না কমিশন। কারণ, মামলায় কমিশনকেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলা হয়েছে। সেক্ষেত্রে এক দফায় ভোট ঘোষণার পর কোনওভাবেই কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসবে না। বুধবার এই সংক্রান্ত মামলায় কমিশনকে দফা বাড়ানোর নির্দেশ দেওয়া হলে শীর্ষ আদালতে তার বিরুদ্ধে মামলাও করতে পারে কমিশন।

প্রসঙ্গত, রাজ্যের পঞ্চায়েত ভোটে আপাতত ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে কেন্দ্র। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তা আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হাইকোর্টের নির্দেশে ৮০০ কোম্পানি বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। ৩১৫ কোম্পানি বাহিনী মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি অন্য রাজ্যের পুলিশ। এর আগে ২২ কোম্পানি বাহিনীও মঞ্জুর করেছে কেন্দ্র।

spot_img

Related articles

একলাফে নামল পারদ, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন! 

উষ্ণতার গ্রাম সামান্য উর্ধ্বমুখী হতেই শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে। শনিবারের ঘন কুয়াশার মাঝেই প্রায় ১৭...

রবিবাসরীয় ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

ছুটির সকালে কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ। রবিবার ভোর থেকে দুপুরে একটা পর্যন্ত ম্যারাথনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ...

উর্দি গায়ে প্রতিবাদী শাশ্বত, আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশ্যে ‘হোক কলরব’ মোশন পোস্টার 

দৃপ্ত চোখ, হাতে জ্বলন্ত বোতল। রাজ চক্রবর্তীর ছবিতে ফের পুলিশ অফিসারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তবে কোনও...

‘এ জন্মেই পুনর্জন্ম’, উৎপল সিনহার কলম

ক্রুর ঝড় থেমে গ্যাছে , এখন আকাশ বড় নীল। গাছের সবুজ পাতা কেঁপে কেঁপে অত্যন্ত সুসম বিন্যাসে আবার...