Sunday, November 9, 2025

পঞ্চায়েতে ১৫ শতাংশ ভোট বাড়বে তৃণমূলের: বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। তবে তাতে কিছু যায় আসে না তৃণমূলের বরং কেন্দ্রীয় বাহিনীর জন্য আদালতকে ধন্যবাদ দিয়ে মঙ্গলবার বিজেপিকে(BJP) চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এই পঞ্চায়েত নির্বাচনে জানিয়ে দিলেন, ১৫ শতাংশ ভোট বাড়বে তৃণমূলের। পাশাপাশি কড়া সুরে বিজেপিকে আক্রমন শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নদিয়ার হাঁসখালি কৃষ্ণগঞ্জের জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আদালতকে ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য। প্রতিটা বুথে ৫ জন করে কেন্দ্রীয় জওয়ান দিন। ২ মাস আমি গোটা রাজ্য ঘুরেছি। মানুষের সঙ্গে ঘুরে তাঁদের চোখ মুখের অভিব্যক্তি আমি দেখেছি। আমি আজ চ্যালেঞ্জ করে বলছি সকলের সামনে, ২১ এর বিধানসভা নির্বাচনে ওরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেছিল সেখানে তৃণমূল পেয়েছিল ৪৮ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩৮ শতাংশ ভোট। আমি বলে দিচ্ছি এবার বিজেপির ভোট আর কমবে ১৫ শতাংশ ভোটের ব্যবধানে এগিয়ে থাকবে তৃণমূল। আজ আমি বলে দিলাম, ভোটের পর আমার কথা মিলিয়ে নেবেন।”

একইসঙ্গে তৃণমূল শাসনে রাজ্যে উন্ন্যনের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কড়া সুরে এদিন বিজেপিকে আক্রমন শানান অভিষেক বলেন, “১৯ সালে এই রানাঘাট থেকে বিজেপি প্রার্থী ২ লাখ ভোটে জিতেছিল, ৩ বছর ধরে এখানে বিজেপিকে জিতিয়েছেন আপনারা। একবারও তাঁদের পাশে পেয়েছেন? যারা আচ্ছে দিনের ভাওতা দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছিল তাঁদের একবারও পাননি। কিন্তু তৃণমূল আপনাদের সুখে আনন্দে ছিল না তবে বিপদে ছিল ও থাকবে। এই নদিয়ায় লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন ১১ লক্ষ ৯৯ হাজার মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা এই নদিয়ায় ৮ আসনে হেরেছেন কিন্তু একজনও বলতে পারবে না লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, স্বাস্থ্যসাথী পায়নি, সবুজ সাথী পায়নি। সে বিজেপি হোক কংগ্রেস বা সিপিএম। মোদি বলেছিল নদিয়ায় আচ্ছে দিন আসবে, কিন্তু আপনার টাকা ব্যাঙ্কে রাখছেন সেই টাকা মেরে নীরব মোদি, মেহুল চোকসিরা নিয়ে পালাচ্ছে। গ্যাস, কেরোসিন, সর্সের তেল, পেট্রোল-ডিজেলের লাগাম ছাড়া দাম এই আচ্ছে দিনের নমুনা। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১০০০ টাকা দিচ্ছেন আর মোদি আধার-প্যান লিঙ্কের নামে সেটা নিয়ে যাচ্ছে। আপনি ভাবুন কাকে ভোট দেবেন।

একইসঙ্গে অভিষেক বলেন, নরেন্দ্র মোদি বলেছিল ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দেশে সব মানুষের বাড়িতে পাকা ছাদ থাকবে। আজ ২০২৩ সাল এখনও সেটা হয়নি অথচ বাংলার বাড়ির ১১ লক্ষ ৩৬ হাজার প্রকৃত প্রাপকের টাকা আটকে রেখেছে ওরা। উন্নয়নকে সরিয়ে রেখে যারা ধর্মের ভিত্তিতে সেদিন ভোট দিয়েছিল ধর্মের নামে অস্ত্রের নামে ঝনঝনানি হচ্ছে আজ। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাঁদের কেছে অনুরোধ কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন। জোড়া ফুল ভরসার প্রতীক, কথা দিয়ে কথা রাখার প্রতিক। আর পদ্ম হল কথা দিয়ে দিল্লি পালিয়ে ভাঁওতা দেওয়ার প্রতীক।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...