উল্টোরথে পুরীজুড়ে কড়া নিরাপত্তা

রথযাত্রার পর ৮ দিন পার। আজ বুধবার। উল্টোরথ। আজ মাসির বাড়ির আদর-আহ্লাদের মায়া কাটিয়ে নিজের বাড়িতে ফিরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। গুণ্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরের উদ্দেশে রওনা দেয় রথ। এটি ‘বহুদা যাত্রা’ বলেও পরিচিত। এই যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুরীজুড়ে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন:দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মোদি-মমতার

পুরীর মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই  রয়েছে গুণ্ডিচা মন্দির।এটিই জগন্নাথ দেবের মাসির বাড়ি।  পুরীর মন্দির থেকে বেরিয়ে রথযাত্রা থামে এই গুণ্ডিচা মন্দিরেই। টানা সাতদিন এই গুণ্ডিচা মন্দিরেই বোন সুভদ্রা ও ভাই বলভদ্রকে নিয়ে থাকেন জগন্নাথদেব। তারপর আবার তাঁরা ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে। রথের রশিতে টান দিয়ে শ্রী মন্দিরে ফিরিয়ে আনার প্রথাই হল উল্টো রথযাত্রা।

কথিত আছে, রথের রশিতে টান দিলে নাকি সারা জন্মের পাপ কেটে যায় । প্রতিবছরের মতো এই বছরও শ্রীধামে রথযাত্রা ঘিরে ভক্তসমাগম ছিল চোখে পড়ার মতো। আর উল্টো রথযাত্রা দেখতেও লক্ষ লক্ষ  মানুষের ভিড়।  দেবতাদের রথযাত্রা দেখতে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।

Previous articleফের দিনহাটায় গেরুয়া স.ন্ত্রাস, এবার তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধানের ভাইকে গু.লি
Next articleউদ্বোধনের দিনই বিপত্তি!বন্দে ভারতের ধাক্কায় মৃ*ত্যু যুবকের