মক্কা থেকে মনোনয়ন জমা! বাতিল মিনাখাঁর তৃণমূল প্রার্থীর নমিনেশন

মক্কা থেকে পঞ্চায়েত ভোটের (Panchayet Election) মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে প্রবল জনঘোলা হয়। জল গড়ায় আদালতে। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) জানাল মিনাখাঁর তৃণমূল (TMC) প্রার্থী মইনুদ্দিন গাজির মনোনয়ন পত্র বাতিল।

কীভাবে মক্কা থেকেই মনোনয়ন জমা ও স্ক্রুটিনি? প্রশ্নের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা। এনিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা হয়। তা নিয়ে শেষপর্যন্ত বাতিল হল প্রার্থীপদ। বুধবার, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, “যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যদি দেখা যায় সেটা ইচ্ছাকৃত তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।“ এরপরেই এদিন এই নির্দেশ দিল আদালত।