নিজের দ্বিতীয় জন্ম প্রকাশ করলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ। শুনে অবাক লাগছে? হ্যাঁ এটাই সত্যি। নিজের টুইটার এবং ইনস্টাগ্রাম বায়োতে দ্বিতীয় জন্ম তারিখ উল্লেখ করলেন পন্থ। নিজের দ্বিতীয় জন্ম হিসাবে ৫ ই জানুয়ারী, ২০২৩ লিখলেন ভারতের উইকেটরক্ষক।

পন্থের জন্ম ১৯৯৭ সালের ৪ অক্টোবর। কিন্তু বুধবার নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পন্থ লিখেছেন, তাঁর দ্বিতীয় জন্ম ৫ জানুয়ারি ২০২৩। এক ধাক্কায় নিজের বয়স প্রায় ২৫ বছর কমিয়ে ফেললেন পন্থ। যদিও জন্ম তারিখ পরিবর্তন নিয়ে পন্থ নিজে কিছু জানাননি। তবে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফিরতে পারার বিষয়টিকে ‘নিজের দ্বিতীয় জন্ম’ হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন পন্থ।
গত ৩০ শে ডিসেম্বরে ভয়াবহ দুর্ঘটনা কবলে পরেন পন্থ। প্রতিভাবান এই উইকেটরক্ষক-ব্যাটার উত্তরাখণ্ডে নিজের শহরে একা গাড়ি চালাতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত হন পন্থ। ডান পায়ের হাঁটু-সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পান তিনি।দুর্ঘটনাটি ঘটেছিল পন্থ তাঁর মাকে নতুন বছরের সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ি যাচ্ছিলেন তখন। দুর্ঘটনার পর, পন্থকে দেরাদুন থেকে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর চিকিৎসা হয়। চলতি বছরের শুরুর দিকেই অস্ত্রোপচার হয় পন্থের। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন তিনি। শুরু করেছেন ক্রিকেটে ফেরার প্রক্রিয়া।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন লাল-হলুদ অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়
