Monday, August 25, 2025

প্রস্তাব আগারকারের, প্রধান নির্বাচকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিসিসিআইয়ের : সূত্র

Date:

প্রধান নির্বাচকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, অধিকাংশ প্রাক্তন ক্রিকেটারই ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে চান না। যার অন‍্যতম প্রধান কারণ হল প্রধান নির্বাচকের বেতন। আর সূত্রের খবর সেই কারণেই নির্বাচকের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

জানা যাচ্ছে, চেতন শর্মা প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দেওয়ার পর, এখনও ফাঁকা রয়েছে প্রধান নির্বাচকের আসন। এরপরই আগ্রহী প্রাক্তন ক্রিকেটারদের কাছে আবেদন পত্র চেয়েছিল বোর্ড। কিন্তু সেই ডাকে মেলেনি কোন সাড়া। আর এর প্রধান কারণ হিসাবে জানা যাচ্ছে, প্রধান নির্বাচকের বেতন। ভারতীয় ক্রিকেট বোর্ড বছরে এক কোটি টাকা বেতন হিসাবে দেয় প্রধান নির্বাচককে। কিন্তু ধারাভাষ্যকার হিসাবে কাজ করে বা অন্য কাজ করে এর থেকে অনেক বেশি আয় করেন প্রাক্তন ক্রিকেটারেরা। আর যার ফলে প্রধান নির্বাচকের পদে বসতে চান না তাঁরা। আর এই কারণেই প্রধান নির্বাচকের বেতন বৃদ্ধি করার কথা ভাবছেন বোর্ড কর্তারা।

বোর্ড সূত্রে খবর, প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে অজিত আগারকার। জানা যাচ্ছে, আগারকার এক বোর্ড কর্তাকে জানিয়েছিলেন, বেতন যথেষ্ট বৃদ্ধি করা হলে তিনি এই পদের জন‍্য ভেবে দেখতে পারেন। আর এই নিয়ে বোর্ডের তরফ থেকে নির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরেই প্রধান নির্বাচক পদের জন্য আবেদন করেন আগারকার। তবে তাঁকে বার্ষিক কত বেতন দেওয়া হবে, তা জানা যায়নি।

আরও পড়ুন:ফের অবসর নিয়ে মুখ খুললেন সুনীল, সাফ সেমিফাইনালে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক?


 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version