Sunday, November 9, 2025

তিন প্রচার সভায় উপচে পড়া ভিড়, অধিকার অটুট রাখতে তৃণমূলকে জয়ী করার ডাক কুণালের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের (TMC) তিন তিনটে পঞ্চায়েত ভোটের প্রচার সভা। আর তিনটিতেই উপচে পড়ল ভিড়। সেখানে দাঁড়িয়ে নিজেদের অধিকার অটুট রাখতে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার ডাক দিলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে তিন তিনটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান দলের মুখপাত্র।

এদিন বিকেলে প্রথম সভাটি ছিল ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর হাই স্কুল মাঠে। সভায় কুণাল বলেন, নিজের অভিজ্ঞতা থেকে ভোট দিন। কেন্দ্রে একটা সরকার, যাঁরা প্রতিদিনই জ্বালানি থেকে খাদ্য সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েই চলেছে। উল্টোদিকে রাজ্যে একটা সরকার যাঁরা আপনাদের খরচ কমাচ্ছে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজসাথীর মতো একের পর জনমুখী প্রকল্প নিয়ে আসছে। এবার আপনারাই ঠিক করুন কাকে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সেনাপতিত্বে তৃণমূল এ রাজ্যে এগিয়ে চলেছে।একুশের ভোটে ডেইলি প্যাসেঞ্জারি করে ওরা অনেক কথা বলেছিল, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই আশীর্বাদ করেছেন। আশা করবো এবারও মানুষ আমাদেরই আশীর্বাদ করবেন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সবকটি আসনেই তৃণমূল প্রার্থীদের জয়ী করতে হবে। বিজেপি এখানে তৃণমূলের সঙ্গে না পেরে সিপিএম, কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট করেছে। এত বড় দল, এত বড় সরকার চলছে। কোনও একটা ছোট ভুল হলে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। উল্টোদিকে আপনাদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে অনেক ভালো কাজও হচ্ছে। ভোট দেওয়ার সময় সেগুলি মাথায় রাখার কথা মনে করিয়ে দেন কুণাল। এদিন বিভীষণপুরের পাশাপাশি সিমুলিয়ার ভিমেসারী বয়েজ স্কুল মাঠ ও কোটেবার কলাবেড়িয়া বাজারে আরও দুটি সভায় বক্তব্য রাখেন কুণাল ঘোষ। তিনি ছাড়াও সভায় উপস্থিত ছিলেন যুবনেতা সুপ্রকাশ গিরি, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন- নিরপেক্ষতার অজুহাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অযৌক্তিক: মত সুখেন্দুশেখরের

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...