নিখোঁজ নয়, পঞ্চায়েত ভোটের প্রচারের মধ্যেই ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে সায়নী

হাসিমুখে গাড়ি থেকে নেমেই সায়নী দাবি করেন, কোথাও উধাও হয়ে যাননি। পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন

গত ৪৮ ঘণ্টায় কোনওভাবেই তাঁর ‘খোঁজ’ পাওয়া যাচ্ছিল না। কিন্তু নিয়োগ মামলায় সল্টলেক সিজিও ইডির ডাকে সাড়া দফতরে হাজিরা দিলেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ।সিজিও কমপ্লেক্সে হাসি মুখে ঢোকেন সায়নী। আত্মবিশ্বাসের সুরে সায়নী বলেন, “আমি পঞ্চায়েতের ভোটের প্রচারে ছিলাম। আমায় ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে। তাতে এসেছি আমি।” পাশাপাশি তিনি বলেন, “১০০ শতাংশ সহযোগিতা করব। প্রতিহিংসার কারণে ডাকা হয়েছে।”

আজ, শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে সায়নীকে সিজিও কমপ্লেক্সে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি আদৌও হাজিরা দেবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। তবে সকাল ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সের সামনে পুলিশি ব্যস্ততার ছবি দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে সায়নী আসছেন। শেষপর্যন্ত সকাল ১১ টা ২৩ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী।

হাসিমুখে গাড়ি থেকে নেমেই সায়নী দাবি করেন, কোথাও উধাও হয়ে যাননি। পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন। ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা এলেও হাজিরা এড়াননি বলে আত্মবিশ্বাসের সুরে বলেন সায়নী।

আরও পড়ুন:পঞ্চায়েতে ১০০ শতাংশ ডিজিটাল লেনদেনের নির্দেশ কেন্দ্রের!

 

 

 

 

 

Previous articleরাজ্যের দাবি মেনে মুখ্যসচিব দ্বিবেদীর চাকরির মেয়াদ বৃদ্ধি!
Next articleমোদির অনুষ্ঠানে কালো পোশাক পরায় নি.ষেধ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের আজব ফ.তোয়ায় বিতর্ক