Friday, December 19, 2025

পঞ্চায়েত নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজার রাজ্য পুলিশ

Date:

Share post:

আদালতের নির্দেশ মতো পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী(Central Force) পাওয়া নিয়ে সংশয় কাটছে না এখনও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশের পাশাপাশি ভিন রাজ্যের পুলিশ মোতায়েন করেই পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন(Election Commission)। ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮০ হাজারের কাছাকাছি রাজ্যের নিজস্ব বাহিনীর পাশাপাশি পড়শি রাজ্যের পুলিশ(State Police) পঞ্চায়েত ভোটে(Panchayet Election) মোতায়েন করা হবে বলেই পরিকল্পনা করা হয়েছে।

কমিশন জানিয়েছে, ভোটের জন্য রাজ্যে প্রথম দফায় ২২ কোম্পানি বাহিনী অনেক আগেই এসে গিয়েছে। প্রতি জেলায় এক কোম্পানি করে মোতায়নও করা হয়েছে। দ্বিতীয় দফায় কমিশন আরও ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছিল। কেন্দ্র ৩১৫ কোম্পানি পাঠানো হবে বলে জানিয়েছিল। এর মধ্যে ৬৫ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছে গিয়েছে। বাকি বাহিনী রবিবারের মধ্যে এসে যাবে। তবে বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী আদৌ আসবে কিনা, তা পরিষ্কার নয়। তাই আপাতত ঠিক হয়েছে বুথের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশই। পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীকে বুথ পাহারার কাজে ব্যবহার না করার কথাই ভাবছে কমিশন। বরং তাদের এলাকায় টহলদারি, নাকা চেকিংয়ের কাজে ব্যবহার করা হতে পারে।

শনিবার কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দেবে, নাকা চেকিং করবে। এ ছাড়া আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেবে কেন্দ্রীয় বাহিনী। প্রতিবেশি ঝাড়খন্ড ও বিহার থেকে পুলিশ বাহিনী পঞ্চায়েত ভোটে মোতায়েন করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কিন্তু মোট কত সংখ্যক ভিন রাজ্যের বাহিনী প্রয়োজন এবং কোন কোন জেলায় তাদের মোতায়েন করা হবে রাজ্য নির্বাচন কমিশনকে অবিলম্বে তার রূপরেখা জানাতে বলা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা শনিবার মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন ৷ সেখানেই এবিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।

কমিশন সূত্রের খবর, রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে ৮৫ হাজারের কিছু বেশি বাহিনী ভোটের কাজে পাওয়া যাবে বলে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। মোট ৬১ হাজার ৬৩৬ বুথে তাদেরই ব্যবহার করা হবে। পরিস্থিতি বুঝে অতি স্পর্শকাতর কিছু বুথের দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব রয়েছে। কেন্দ্র শেষ পর্যন্ত কত কোম্পানি বাহিনী দিচ্ছে তার উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, ৬৫ হাজার পুলিশ জেলাতে আছে। বাড়তি কয়েক কোম্পানি স্টেট স্পেশালাইজড ফোর্স রাজ্য দিচ্ছে। তবে কেন্দ্রের কাছ থেকে আর বাহিনী পাওয়ার সম্ভাবনা আছে কিনা তা তাঁর জানা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

আরও পড়ুন- বাদল অধিবেশনের দিন ঘোষণা কেন্দ্রের, সাংসদদের বসতে হবে পুরনো ভবনেই

spot_img

Related articles

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...

বেটিং-চক্রে বেআইনি লেনদেনের অভিযোগ! মিমি-অঙ্কুশ-সহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

অবৈধ বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মিমি চক্রবর্তী (Mimi Chakraboty) ও অঙ্কুশ হাজরার (Ankush Hazra) সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্স...

মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের উত্তর মিলবে কি! প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা শুরু বছর ছয়েক আগেই, মাঝে বহু বিতর্ক - সমালোচনা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের...

নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

দুমাস পরে দেশে নির্বাচন। তার আগে ভয়ঙ্কর হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে ক্ষমতায় টিকে থাকতে...