Sunday, August 24, 2025

শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। তবে কলকাতার ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে মরশুমের প্রথম ডার্বির জন‍্য। আর সূত্রের খবর, আগস্ট ম‍াসে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস। তবে কলকাতা লিগে নয়, ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলেছে তারা।

আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা হয়নি ডুরান্ড কাপের সূচি। জানা যাচ্ছে, ৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। আর ফাইনাল ম্যাচ ৩ সেপ্টেম্বর। আর সূত্রের খবর, ১১ আগস্ট হতে পারে মরশুমের প্রথম ডার্বি। স্বাধীনতা দিবসের আগেই কলকাতা ডার্বি দেখতে পাবেন ইস্ট-মোহন সমর্থকরা। বাঙালির কাছে ডার্বি মানেই বিরাট একটা উৎসব। এই ম্যাচ ঘিরেই দুই ভাগে ভাগ হয় বাংলা। ইস্ট-মোহনের লড়াই ঘিরে আবেগ, উদ্দীপনা, উন্মদনা ফুটবলপ্রেমী বাঙালিকে জড়িয়ে রাখে।

সূত্রের খবর, ডুরান্ড কাপের উদ্বোধন হবে কলকাতায়। ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ফুটবলের মক্কায়। তবে ডার্বি কোথায় হবে, সেটা এখনও জাননো যায়নি। গুয়াহাটি, কোকরাঝাড়, শিলংয়েও অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপের ম্যাচ। ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও কলকাতার তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিংও প্রতি বছরের মতো এই বছরেও অংশ নেবে ডুরান্ড কাপে।

শুধু বাংলার তিন বড় ক্লাব নয়, বাকি দলগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়ান এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, এফসি গোয়া, গোকুলম কেরল এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম, ইন্ডিয়ান নেভি ফুটবল টিম। এছাড়াও রয়েছে বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস এবং নেপাল সার্ভিসেস। মোট ২৪টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ডুরান্ড কাপ।

এদিকে ১৫ আগস্ট এএফসি কাপের ম্যাচে খেলার কথা ছিল মোহনবাগানের। তবে স্বাধীনতা দিবসের দিনে ম্যাচ খেলার ব্যাপারে আপত্তি তুলেছে সবুজ-মেরুন। সূত্রের খবর একদিন পিছোতে পারে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ। ১৫ আগস্টের বদলে সম্ভবত ১৬ আগস্ট হবে এএফসি কাপের ম্যাচ। আর তার আগেই হতে পারে ডার্বি।

কলকাতা লিগ শুরু হলেও, কলকাতা লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে সুপার সিক্সে, যদি নিজেদের গ্রুপের সেরা তিনে জায়গা করে নিতে পারে দুই প্রধান।

আরও পড়ুন:মার্টিনেজ ম‍্যানিয়া, মাত্র দু’ঘন্টায় শেষ সব টিকিট, জানাল মোহনবাগান


 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version