Sunday, May 25, 2025

“রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উসকানি দিচ্ছেন”, আনন্দ বোসকে তো.প কুণালের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আবহে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে ফের সি ভি আনন্দ (CV Anand Bose) বোসকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন রাজ্যপাল, এমন অভিযোগ আগেও এনেছেন কুণাল। এবার তাঁর অভিযোগ, রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উসকানি দিচ্ছেন”। বিমান বোস (Biman Bose) বামফ্রন্টের আর রাজ্যপাল রামফ্রন্টের চেয়ারম্যান।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপালের কোচবিহারে যাওয়া নিয়ে নতুন করে সংঘাত। ভোটের আগে গোটা আইন-শৃঙ্খলার বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত। যেখানে যা দেখার কমিশন দেখবে। কিন্তু রাজ্যপাল এদিক ওদিক গিয়ে বিরোধীদের মতো আচরণ করছেন বলে দাবি কুণালের। নিজের বই বিতর্ক থেকে দৃষ্টি সরাতেই এমন করছেন রাজ্যপাল।

এদিকে কোচবিহারে বৃষ্টির মধ্যেই আজ, শনিবার সাতসকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিনহাটার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। পঞ্চায়েত নির্বাচনের আর এক সপ্তাহ বাকি। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপালের এই সফরকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

সি ভি আনন্দ বোসকে তোপ দেগে কুণালের টুইট, “রাজ্যপাল বিজেপি নেতার মতো আচরণ করছেন ৷” কুণালের আরও অভিযোগ, “তৃণমূল কংগ্রেসের যাঁরা খুন হয়েছেন, রাজ্যপাল তাঁদের বাড়ি যাচ্ছেন না ৷ তিনি রাজ্যপালের এই সফরকে “বিরোধীদের প্রচারে রাখতে নাটক করছেন ৷ রাজধর্ম পালন না করে দলদাসের কর্তব্য করছেন। আসলে রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উস্কানি দিচ্ছেন ৷ রাজভবনে তাঁর বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা।”

 

 

spot_img

Related articles

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শতবর্ষ উদযাপন: নস্টালজিক পরিচালক ইমতিয়াজ

কলকাতায় এসে নস্টালজিক পরিচালক ইমতিয়াজ আলি। তাঁর মুখ থেকে প্রকাশিত হয়, কলকাতায় এলে মনে হয় ঘরে ফিরে এসেছি।...

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেবে ভারত: বার্তা দিতে সিওলে অভিষেকরা

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের পর্দা ফাঁস করতে জাপানের পরে দক্ষিণ কোরিয়া (South Korea)...

সঙ্কটের সময়ে কাশ্মীরের মানুষের পাশে তৃণমূলের প্রতিনিধিদল: প্রশংসা দলনেত্রীর

কাশ্মীর সীমান্তের গ্রামগুলিতে লাগাতার মর্টার আর গুলির শিকার বাসিন্দাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাঁচ...

স্বামী পূর্ণমকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ‘কৃতজ্ঞ’ রজনী 

স্বামী পূর্ণমকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান রজনী। পূর্ণম পাক সেনারা হাতে বন্দি থাকাকালীন এবং...