Tuesday, December 16, 2025

হলুদ ট্যাক্সিতে করে ব্যাণ্ডেলে গাঁ.জা পাচারের চেষ্টা, গ্রে.ফতার মহিলা সহ ৩

Date:

হলুদ ট্যাক্সিতে পিঠব্যাগে করে পাচার করা হচ্ছিল লক্ষাধিক টাকা গাঁজা। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে মাদক-সহ এক মহিলা এবং যুবককে আটক করল পুলিশ।শনিবার ভোরে ঘটনাটি ঘটে হুগলির ব্যান্ডেলে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন:টিজারেই ঝড় তুললেন শাশ্বত, ‘আবার প্রলয়’ এর ঝলকেই টুকলির ট্রোলিং!


পুলিশ সূত্রের খবর, শনিবার ভোরে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে নাকা চেকিং চলছিল ব্যান্ডেলের কেওটা চেকপোস্ট এলাকায়।সেখানে একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহের বশে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,গাড়িটি কলকাতার দিক থেকে হুগলির মগরার দিকে যাচ্ছিল। তল্লাশিতে ট্যাক্সি থেকে উদ্ধার হয় ১০ কিলোগ্রাম গাঁজা। ওই গাড়িতে চালক ছাড়াও ছিলেন এক মহিলা এবং এক যুবক। তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম কল্পনা হালদার, সাগর তামাং এবং গাড়িচালক পুরুষোত্তম ঝা।শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ হাওড়া স্টেশন থেকে তাঁর গাড়িটি ভাড়া করা হয়েছিল। পুরুষোত্তম জানিয়েছেন, প্রথমে ওই দুই যাত্রী তাঁকে বলেছিলেন শিয়ালদহ যাবেন। পরে তাঁরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দিতে বলেন বলে দাবি ট্যাক্সিচালকের। এর পর, তিনি ব্যান্ডেলে পৌঁছলে তাঁকে যাত্রীরা আরও কিছুটা এগিয়ে দিতে নির্দেশ দেন বলেও দাবি পুরুষোত্তমের। ঘটনাস্থলে পৌঁছে ট্যাক্সিচালক এবং দুই যাত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন চুঁচুড়া থানা এবং চন্দননগর পুলিশের আধিকারিকেরা।
ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি বাক্স উদ্ধার করে পুলিশ। প্রায় দশ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারদর আনুমানিক কয়েক লক্ষ টাকা। ওই গাড়িতে থাকা এক মহিলা ও গাঁজা সমেত সাগর তামাং নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্র্যাঞ্চ।

Related articles

দেশে ফেরানো হল গোয়ার ‘অভিশপ্ত’ নৈশক্লাবের মালিক লুথরা ব্রাদার্সকে

থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হল উত্তর গোয়ার (Goa) 'অভিশপ্ত' নৈশক্লাবের দুই মালিক—'লুথরা ব্রাদার্স' ওরফে সৌরভ ও গৌরব...

আদৌ কি টলিপাড়ায় সমকামী বিয়ে হয়েছে? ‘অকারণ গুঞ্জন’ নিয়ে মন্তব্যে নারাজ সুচন্দ্রা!

দিন কয়েক আগেই খবরে প্রকাশ টলিপাড়ার প্রথম সমকামী বিয়ের (Samesex marriage) কথা। জানা যায় ছোট পর্দার দুই জনপ্রিয়...

১০০০ কোটি ডলারের মামলা দায়ের! বিবিসি-র ভুলে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

মিথ্যা, উস্কানিমূলক খবর পরিবেশনের অভিযোগ। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি-র বিরুদ্ধে...

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...
Exit mobile version