Friday, August 22, 2025

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল, তার ওপরই নির্ভর বাবরদের বিশ্বকাপ খেলার ভাগ‍্য

Date:

Share post:

গত মঙ্গলবারই প্রকাশিত হয়েছে একদিনের বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পযর্ন্ত ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারত একাই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এর আগে, ভারত যৌথভাবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। বিশ্বকাপে পাকিস্তান দল ভারতে খেলতে আসবে কিনা তা নির্ভর করছে নিরাপত্তা ব্যবস্থার ওপর। আর এবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল। সূত্রের খবর, যেই যেই ম‍াঠে পাকিস্তানের ম‍্যাচ রয়েছে সেই পাঁচটি মাঠে যাবেন তাঁরা। নিরাপত্তা ব্যবস্থা দেখে রিপোর্ট জমা দেবেন। আর জানা যাচ্ছে, পাকিস্তানের প্রতিনিধি দল চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ এবং কলকাতায় আসবে।

বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পাকিস্তান শুরুতে আহমেদাবাদে ম্যাচ খেলতে চায়নি, কিন্তু আইসিসি পিসিবি-র দাবি মানেনি। বিশ্বকাপে ভারতে দল পাঠানো নিয়ে এখনও শঙ্কিত পাকিস্তান। পিসিবি সূচি প্রকাশের পরে বলেছিল যে সরকারের অনুমতি পেলেই তারা ভারতে তাদের দল পাঠাবে। আর সেই জন্যই ভারতের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রতিনিধি পাঠাবে পাকিস্তান।

জানা যাচ্ছে, প্রতিনিধি দল যদি মনে করে যে নির্ধারিত ভেন্যুর চেয়ে অন্য কোনো ভেন্যুতে খেলা পাকিস্তানের পক্ষে ভালো হবে, তবে তারা তার প্রতিবেদনে তা উল্লেখ করবে। প্রতিনিধিদল যদি কোনো ত্রুটি খুঁজে পায়, তাহলে পিসিবি এই প্রতিবেদনটি আইসিসি এবং বিসিসিআই-এর কাছে পাঠাবে।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রকের এক সূত্র বলেছে যে, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তানের প্রতিনিধি দল পাঠানো হবে। মাঠগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করবে তারা। বিশ্বকাপের সময় কী ধরনের আয়োজন হবে তা দেখা হবে। ভারতে কোনও সফরের আগে পাকিস্তানের প্রতিনিধি দল পাঠানো হয়। সরকারের পক্ষ থেকেই তাঁদের পাঠানো হয়। এখানে এসে তাঁরা নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখবেন। শুধু ক্রিকেটারদের নিরাপত্তা নয়, পাকিস্তানের সমর্থক, সাংবাদিকদের নিরাপত্তাও দেখবেন তাঁরা। সেই রিপোর্ট জমা দেবেন তাঁরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেই রিপোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আসিসি-কে পাঠাবে পিসিবি।”

শেষবার যখন পাকিস্তান টি-২০ বিশ্বকাপের জন্য ভারতে এসেছিল, স্টেডিয়ামগুলি পরিদর্শনের জন্য একটি যৌথ প্রতিনিধি দল পাঠিয়েছিল পিসিবি।

আরও পড়ুন:কেন মোহালিতে নেই একটাও বিশ্বকাপের ম‍্যাচ? জানতে চেয়ে বিসিসিআইকে চিঠি পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...