গত মঙ্গলবারই প্রকাশিত হয়েছে একদিনের বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পযর্ন্ত ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারত একাই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এর আগে, ভারত যৌথভাবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। বিশ্বকাপে পাকিস্তান দল ভারতে খেলতে আসবে কিনা তা নির্ভর করছে নিরাপত্তা ব্যবস্থার ওপর। আর এবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ভারতে আসছে পাকিস্তানের প্রতিনিধি দল। সূত্রের খবর, যেই যেই মাঠে পাকিস্তানের ম্যাচ রয়েছে সেই পাঁচটি মাঠে যাবেন তাঁরা। নিরাপত্তা ব্যবস্থা দেখে রিপোর্ট জমা দেবেন। আর জানা যাচ্ছে, পাকিস্তানের প্রতিনিধি দল চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ এবং কলকাতায় আসবে।

বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পাকিস্তান শুরুতে আহমেদাবাদে ম্যাচ খেলতে চায়নি, কিন্তু আইসিসি পিসিবি-র দাবি মানেনি। বিশ্বকাপে ভারতে দল পাঠানো নিয়ে এখনও শঙ্কিত পাকিস্তান। পিসিবি সূচি প্রকাশের পরে বলেছিল যে সরকারের অনুমতি পেলেই তারা ভারতে তাদের দল পাঠাবে। আর সেই জন্যই ভারতের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে প্রতিনিধি পাঠাবে পাকিস্তান।

জানা যাচ্ছে, প্রতিনিধি দল যদি মনে করে যে নির্ধারিত ভেন্যুর চেয়ে অন্য কোনো ভেন্যুতে খেলা পাকিস্তানের পক্ষে ভালো হবে, তবে তারা তার প্রতিবেদনে তা উল্লেখ করবে। প্রতিনিধিদল যদি কোনো ত্রুটি খুঁজে পায়, তাহলে পিসিবি এই প্রতিবেদনটি আইসিসি এবং বিসিসিআই-এর কাছে পাঠাবে।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রকের এক সূত্র বলেছে যে, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তানের প্রতিনিধি দল পাঠানো হবে। মাঠগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করবে তারা। বিশ্বকাপের সময় কী ধরনের আয়োজন হবে তা দেখা হবে। ভারতে কোনও সফরের আগে পাকিস্তানের প্রতিনিধি দল পাঠানো হয়। সরকারের পক্ষ থেকেই তাঁদের পাঠানো হয়। এখানে এসে তাঁরা নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখবেন। শুধু ক্রিকেটারদের নিরাপত্তা নয়, পাকিস্তানের সমর্থক, সাংবাদিকদের নিরাপত্তাও দেখবেন তাঁরা। সেই রিপোর্ট জমা দেবেন তাঁরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সেই রিপোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আসিসি-কে পাঠাবে পিসিবি।”

শেষবার যখন পাকিস্তান টি-২০ বিশ্বকাপের জন্য ভারতে এসেছিল, স্টেডিয়ামগুলি পরিদর্শনের জন্য একটি যৌথ প্রতিনিধি দল পাঠিয়েছিল পিসিবি।

আরও পড়ুন:কেন মোহালিতে নেই একটাও বিশ্বকাপের ম্যাচ? জানতে চেয়ে বিসিসিআইকে চিঠি পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর
